লোকালয় ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার ইল্লায় বরিশাল-ঢাকা মহাসড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশালমুখী ১০ চাকার বালুভর্তি একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে।
এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে পয়সারহাট, গোপালগঞ্জের কোটালীপাড়া হয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। পাশাপাশি ভেঙে যাওয়া বেইলি ব্রিজের পাশে বিকল্প সড়ক চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে বরিশালমুখী ১০ চাকার একটি বালুভর্তি ট্রাক গৌরনদীর ইল্লা নামক স্থানের বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় হঠাৎ করে বেইলি ব্রিজটি ভেঙে যায়। পরে ট্রাকটি ব্রিজ থেকে সরানো হয়।
ওসি জানান, ঘটনার পর থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে বিকল্প পথে পয়সারহাট, গোপালগঞ্জের কোটালীপাড়া হয়ে চলাচল করতে বলা হয়েছে। ফলে কেউ মাদারীপুর, আবার কেউ ভাঙ্গা থেকে বের হয়ে যাচ্ছে।
Leave a Reply