বিনোদন ডেস্কঃ বলিউডে বইছে ফাগুন হাওয়া। লেগেছে একের পর এক বিয়ের ধুম। এবার বিয়ের ফুল ফুটতে চলেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের। শোনা যাচ্ছে, আসছে নতুন বছরেই বিয়ে করতে চলেছেন বলিউডের এই দুই তারকা।
এই দুজনের প্রেম বলিউডে এখন ওপেন সিক্রেট। কাপুর এবং ভাট পরিবার স্বীকার করে নিয়েছেন প্রেমের কথা। বিয়ের তারিখ নিয়েও দুই পরিবারে আলোচনা হয়েছে। বছরের শুরুতেই বিয়ের তারিখটা পাকাপাকি হতে পারে বলেও শোনা যাচ্ছে।
কাপুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, রণবীরের পরিবারের সকলেই মেনে নিয়েছে আলিয়াকে। রণবীরের বাবা, মা, বোন এবং পরিবারের বাকি সবার কাছেই আলিয়া অত্যন্ত আদরের। রণবীরও চান শুভ কাজ সেরে ফেলতে। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন দুই তারকা। কয়েকটি জায়গাতেই তাদের খোলামেলা ডেটিং করতে দেখা গেছে।
এদিকে ১৪ ও ১৫ নভেম্বরে ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধবেন দীপিকা-রণবীর। এরপরই ডিসেম্বরে বিয়ে করতে পারেন ‘দেশি গার্ল’ খ্যাত নায়িকা প্রিয়াংকা চোপড়া। এরপরই পালা আলিয়া ভাটের। রণবীর কাপুরের সঙ্গে আগামী বছরেই বিয়ে করতে চলেছেন তিনি।
Leave a Reply