সংবাদ শিরোনাম :
বগলাবাজার এলাকার রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন মেয়র জি, কে গউছ

বগলাবাজার এলাকার রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন মেয়র জি, কে গউছ

বগলাবাজার এলাকার রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন মেয়র জি, কে গউছ
বগলাবাজার এলাকার রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন মেয়র জি, কে গউছ

হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার রাস্তা তাৎক্ষনিক মেরামত করে জনদুর্ভোগ লাঘবের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মঙ্গলবার সরেজমিন পরিদর্শন করে মেয়র বুধবার হতেই সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেন। মেয়রের ঘোষনা অনুযায়ী বুধবার সকালেই সংস্কার কাজ শুরু হয়। এলাকাবাসীর অনুরোধে মঙ্গলবার দুপুরে মেয়র বগলা বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় এলাকার জনগন মেয়রকে বগলাবাজার রাস্তার দুরাবস্থা দেখান এবং তাদের দুর্ভোগের কথা বর্ণানা করেন। বগলা বাজার রাস্তায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়ে আসছে। সব সময় ছোটখাটো দুর্ঘটনাও লেগে আছে ভাঙ্গা রাস্তার কারনে। এলাকাবাসী জানান এ অবস্থা চলতে থাকলে বড় দুর্ঘটনারও আশংকা রয়েছে। সম্প্রতি এলাকার পৌরকাউন্সিলর, ব্যবসায়ীবৃন্দসহ সচেতন পৌরবাসী মেয়র আলহাজ্ব জি, কে গউছের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এলাকা পরিদর্শনে আসেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ এ রাস্তা পরিদর্শনকালে এলাকাবাসীকে কথা দেন যে পরদিন অর্থাৎ বুধবার হতেই তাৎক্ষনিক রাস্তা সংস্কার কাজ শুরু হবে। তার ঘোষনা অনুযায়ী বুধবার সকালে সংস্কার কাজ শুরু হয় ওই রাস্তায়। পৌরসভার নিজস্ব তহবিল হতে এ রাস্তা সংস্কার করে জনগন ও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। এ সময় উপস্থিত এলাকাবাসীদেরকে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
মঙ্গলবার পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন অত্যন্ত পরিতাপের বিষয় হলো বাংলাদেশের একমাত্র পৌরসভা হলো হবিগঞ্জ পৌরসভা যেখানে ছয়মাস যাবত প্রকৌশল বিভাগে কোন প্রকৌশলী নেই। তিনি বলেন অজ্ঞাত করনে এ পৌরসভার প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ন পদগুলো শূন্য পড়ে আছে। তাই শত ইচ্ছে থাকা সত্বেও বগলা বাজার রাস্তা রাস্তা সংস্কার করতে পারিনি। ইঞ্জিনিয়ার না থাকার কারনে এ সকল ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদ আসন্ন, এ ছাড়াও জনগনের ভোগান্তির কথা বিবেচনা করে বগলা বাজার রাস্তা তাৎক্ষনিকভাবে পৌরসভার নিজস্ব তহবিল হতে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেয়া হবে। মেয়র বলেন পৌরসভার শূন্য পদগুলো পুরনে সরকারের সুদৃষ্টি কামনা করছি। তিনি এব্যাপারে পৌরবাসীরও সমর্থন কামনা করেন। মেয়রের এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জহিরুল হক শরীফ প্রমূখ।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com