রাজধানীর বংশাল থানাধীন আলুবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় মাদ্রাসা ছাত্র দগ্ধ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা সবাই স্থানীয় মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শিক্ষার্থীরা হলেন, আশিক (৭), মোস্তাকিম (৮), আব্দুর রহমান (৮), জাভেদ (৭) ও সালমান (৭) ও মো. সাজ্জাদ হোসেন (৮)।
ওই মাদ্রাসার শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে মসজিদের পাশের একটি ট্রান্সমিটার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই মাদ্রাসার ছয় শিক্ষার্থী দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়াও। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা নেয়ার পর শিক্ষার্থীরা চলে গেছেন।
Leave a Reply