সংবাদ শিরোনাম :
ফুঁ দিলেই উড়ে যাব, এটা ভাবার সুযোগ নেই: নজরুল

ফুঁ দিলেই উড়ে যাব, এটা ভাবার সুযোগ নেই: নজরুল

ফুঁ দিলেই উড়ে যাব, এটা ভাবার সুযোগ নেই: নজরুল
ফুঁ দিলেই উড়ে যাব, এটা ভাবার সুযোগ নেই: নজরুল

বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা দীর্ঘ রাজনীতি করে বর্তমান পর্যায়ে এসেছি। উড়ে এসে জুড়ে বসিনি। তাই কেউ ফুঁ দিলেই উড়ে যাব, এটা ভাবার সুযোগ নেই।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা বলেন।

সরকার দুদককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমি সারা জীবনেও ৭ কোটি টাকা লেনদেন করছি কিনা জানি না।সেখানে আমাদের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘আসলে এই অভিযোগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) আমাদের সঙ্গে নোংরা রসিকতা করছে। দুদকের অভিযোগ মিথ্যা-বানোয়াট।’

প্রসঙ্গত, গতকাল বিএনপি’র শীর্ষ ৮ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তারা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খান, খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও তার ছেলে তাবিথ আউয়াল এবং বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com