সংবাদ শিরোনাম :
প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত বেড়ে ৭৯৮০

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত বেড়ে ৭৯৮০

lokaloy24.com

অনলাইন ডেস্ক: রোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এ মহামারী প্রায় নিয়ন্ত্রণে চলে এলেও অন্য দেশগুলোতে ব্যাপক আকারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ২৩৭। চীনের বাইরে মারা গেছে ৪ হাজার ৭৪৩ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৪৯ জন। এর মধ্যে ৮২ হাজার ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৯৪। দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬১৪ জন। এ ছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৫৫ জন।

বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬০৬ আক্রান্ত রোগী রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ১৯০ জনের অবস্থা সাধারণ এবং বাকি ৬ হাজার ৪১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ৯ শতাংশ ও সুস্থতার হার ৯১ শতাংশ।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়সুস অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সরকারগুলো এই বৈশ্বিক মহামারী ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

তিনি সরকারগুলোকে নিজ নিজ দেশের করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

চীনে উদ্ভূত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ১৬৫ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা এখন ইতালির। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৩৪৫ জন। গত তিন দিন ধরে সেখানে প্রতিদিন সাড়ে তিনশ করে মানুষ মারা যাচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com