লোকালয় ডেস্কঃ সংলাপের আহ্বান জানিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দফতরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান জোটটির নেতা ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী চিঠি পাঠান। প্রধানমন্ত্রী তাদের শুক্রবার (২ নভেম্বর) রাতে আলোচনার আমন্ত্রণ জানান।
Leave a Reply