লোকালয় ডেস্কঃ ‘কেশরী’ ছবির শুটিং নিয়ে বেশ বিপাকে আছেন বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ২৪ এপ্রিল হঠাৎ আগুন লাগে ‘কেশরী’র শুটিং সেটে। আর এতে পুড়ে যায় পুরো সেট।
ভারতের মহারাষ্ট্রের এক গ্রামে ওই সিনামের শুটিং সেট নির্মাণ করা হয়েছিল।
দেশটির পুলিশ গণমাধ্যমকে জানায়, এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই আগুনে কেউ হতাহত হয়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো কিছুর বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
গত সপ্তাহে এই ছবির শুটিং সেটেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ৫০ বছর বয়সী অক্ষয় কুমার আহত হয়েছিলেন। সে সময় বুকের পাজরে তিনি চোট পান। এ ছবিতে হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ওই চরিত্র ফুটিয়ে তুলতে বিশাল আকারের এক হলুদ পাগড়ি পরে অভিনয় করতে হয় তাকে।
১৮৯৭ সালে ঘটে যাওয়া সারগড়ীর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ হচ্ছে এই চলচ্চিত্রটি। ওই যুদ্ধে আফগানিস্তান ওরাকজাই উপজাতির ১ হাজার সেনার সঙ্গে লড়াই করেছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মাত্র ২১ জন শিখ। যার নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদার ঈশ্বর সিং। যুদ্ধটি হয়েছিল তৎকালীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যাকায় যেটি বর্তমানে পাকিস্তানের নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্গত।
নির্মাতা অনুরাগ সিংয়ের নির্মিত ‘কেশরী’ ছবিটি ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পাবার কথা রয়েছে।
Leave a Reply