সংবাদ শিরোনাম :
পিকনিক থেকে ফেরার পথে সৈয়দপুরে নিহত ৮, চার জেলায় নিহত আরও ৮

পিকনিক থেকে ফেরার পথে সৈয়দপুরে নিহত ৮, চার জেলায় নিহত আরও ৮

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কে পিকনিকের গাড়ি দুর্ঘটনায় পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত সাতজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে একদল তরুণ ঈদের ছুটিতে পিকআপ ভাড়া করে রোববার সকালে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যান। সারা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যার পর দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে রাত সোয়া ১০টার দিকে সৈয়দপুরের বাইপাস সড়কে ধলাগাছ এলাকায় দূরপাল্লার একটি বাস ওই পিকআপের পেছনের অংশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটজনের লাশ উদ্ধার করে। আহত সাতজনকে সৈয়দপুর সরকারি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চার জেলায় নিহত আরও ৮
এর আগে রোববার বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাসচাপায় তিন কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হন। আর সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর সৈকত (২০) নামের এক মেডিকেল কলেজছাত্র নিহত হন।
এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রোববার দুপুরে অটোরিকশার চাপায় সালমা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়। সে উপজেলার খলিশাউর গ্রামের সাইদ মিয়ার মেয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com