সংবাদ শিরোনাম :
পাপমুক্ত থাকার ঢাল রোজা

পাপমুক্ত থাকার ঢাল রোজা

পাপমুক্ত থাকার ঢাল রোজা

ইসলাম ডেস্কঃ মানবজীবনে শুদ্ধতা লাভের এক সূবর্ণ সুযোগ এনে দিয়েছে সিয়াম সাধনা। মানবিক গুণাবলী অর্জন ও ঈমানি বোধকে জাগ্রত করার জন্য রোজার ভূমিকা অনন্য। অন্যায়-অশ্লীল কাজ ও প্রবৃত্তি নির্দেশিত পথ দূরে ঠেলে তাকওয়ার পথে চলাই রোজার শিক্ষা।

আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো ও সত্য কথা বলো। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলো শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করলো। (সুরা আহজাব: ৭০-৭১)

রমজানের তাকওয়ার দীক্ষা, ধৈর্য ও ত্যাগের মহিমায় মুসলমান মাত্রই এ মাসে প্রবৃত্তিকে পুড়িয়ে শুদ্ধ মানুষ হওয়ার প্রচেষ্টা চালায়। তাই রমজানুল মোবারক দৈহিক, আত্মিক, নৈতিক ও সামাজিক পরিশুদ্ধির প্রশিক্ষণের মাস। দিনের বেলা রোজা ও রাতের বেলা ইবাদতের মাধ্যমে মানুষ দেহ-মনকে পরিশুদ্ধ করতে পারে রমজান মাসে।

পবিত্রতা ও পরিশুদ্ধতার জন্য সিয়াম আসে ফিরে ফিরে। সিয়াম ফিরে আসে আত্মশুদ্ধির জন্য, পরিচ্ছন্নতার জন্য, ঈমানী বোধকে জাগ্রত করার জন্য, পার্থিব আকাঙ্ক্ষাকে নিবৃত্ত রাখার জন্য, বিনয় এবং নম্রতা প্রতিষ্ঠার জন্য, সহমর্মিতা ও সৌহার্দের চেতনা উজ্জ্বীবনের জন্য, সর্বোপরি মহান প্রভু আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য।

রাসুল (সা.) বলেন, রোজা মানুষের জন্য ঢালের মতো। যতক্ষণ না তাকে ছিঁড়ে ফেলা হয়। (নাসয়ী শরিফ) ঢাল হওয়ার অর্থ এই যে, ঢাল দিয়ে মানুষ যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করে তেমনি রোজা রাখলে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়া যায়।

অন্য এক বর্ণনায় আছে, রোজা আল্লাহর আজাব ও জাহান্নাম থেকে মুক্তি দেয়। তাই রোজাকে ঢাল হিসেবে আখ্যায়িত করেছেন দয়াল নবীজী (সা.)। রমজানের এ মাসে অত্যধিক ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাধ্যমে সিয়ামের ঢালটি অর্জন করতে হবে আমাদের।

আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে এ মাসে। তাহলে বাকি ১১টি মাস আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো। আমরা পাবো আল্লাহ ঘোষিত ক্ষমা আর করুণার পুরস্কার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com