সংবাদ শিরোনাম :
‘পাক্কা মুসলমান’ দাবি করে পতাকা ছেঁড়া কিশোর আসলে হিন্দু

‘পাক্কা মুসলমান’ দাবি করে পতাকা ছেঁড়া কিশোর আসলে হিন্দু

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদে পশু কুরবানি নিয়ে উগ্রবাদী হিন্দুদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ ভারতের মুসলিমরা। এরই মধ্যে দাঙ্গা ছড়িয়ে দিতে দেশটিতে ঘটানো হচ্ছে একের পর এক পরিকল্পিত ঘটনা।

এসব ঘটনার সর্বশেষটি হলো নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক হিন্দু কিশোরের ভারতীয় পতাকা ছেঁড়ার ভিডিও ছড়িয়ে দেয়া। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়া হলে ভারতীয় মুসলিমদের তুলোধুনো করা হয়।

ভারতে সর্বাধিক সার্কুলেশনের বাংলা পত্রিকা পশ্চিমবঙ্গের আনন্দবাজার জানায়, নিজেকে ‘পাক্কা মুসলমান’ দাবি করে ভারতীয় জাতীয় পতাকা ছেঁড়া সেই কিশোর আসলে হিন্দু। পুলিশের তদন্তে বিষয়টি উঠে এসেছে। এই কিশোর গুজরাটের সুরাত এলাকার বাসিন্দা।

কিছুদিন আগে দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শোরগোল পড়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, ‘পাক্কা মুসলমান হুঁ’ বলতে বলতে জাতীয় পতাকা ছিঁড়ছে এক কিশোর। আবার মারধর করে জনতা তাকে দিয়ে ‘ভারত মাতা কি জয়/পাক্কা হিন্দু হুঁ’ বলিয়ে নিচ্ছে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয়।

জানা গেছে, ভিডিও দুটি নিয়ে তোলপাড় সৃষ্টি হলো বিষয়টি পুলিশকে জানান এলাকার বাসিন্দারা। পুলিশ ওই কিশোরসহ দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ওই কিশোর আসলে হিন্দু।

ওই কিশোর ছোটখাট অনুষ্ঠানে কৌতুকাভিনয়ও করে। ওই ভিডিওটি তারা মজার ছলেই করেছিল বলে জানায় দুই কিশোর। পুলিশ দুজনকেই সাবধান করে ছেড়ে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com