হবিগঞ্জ অফিস: হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার সোহেল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। সে তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র। গতকাল বুধবার রাত ৭টার দিকে সদর থানার এএসআই হরিজন ও মৃদুল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি ডাকাতি, ১টি হত্যা ও ১টি চুরির মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল সে বাজারে বসে কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। এর আগেও সে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে এসে পুনরায় ডাকাতির সাথে জড়িয়ে পড়ে।
Leave a Reply