সংবাদ শিরোনাম :
নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী
নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিন।’

রোববার দুপুরে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই লক্ষ্য। আপনার ভালো থাকবেন। দু’বেলা পেট ভরে ভাত খাবেন। ছেলেমেয়ে লেখাপড়া শিখবে। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তাদের আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ে ট্রেনিং দিয়ে দিচ্ছি যাতে তারা কাজ করে খেতে পারে। কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে দুই লাখ টাকা মাত্র দুই পার্সেন্ট সার্ভিস চার্জে ঋণের সুযোগ করে দিয়েছি। কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। ভর্তুকির টাকা ব্যাংকে চলে যাচ্ছে। কৃষকদের উপকারভোগী কার্ড দিয়েছি। এই কার্ড দিয়ে স্বল্পমূল্যে কৃষি উপকরণ কিনতে পারে। সার-বীজ সব সহজলভ্য করে দিয়েছি। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান তার ব্যবস্থাও করে দিয়েছি। দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার করে দিয়েছি। কোনও দিন যাতে খাদ্য নিরাপত্তায় ঘাটতি না হয়, মঙ্গা না হয় সেজন্যই একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি।’

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

দল মনোনীত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে প্রার্থীদের তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাদের জয়ী করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com