আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৫ জন৷ বৃহস্পতিবার নেপালের ধানগাড়িতে একটি স্থানীয় হোটেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ৷ আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়৷ বিস্ফোরণের স্থান থেকে একটি চায়না বন্দুক পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুদীপ গিরি৷
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নেতা বিক্রম চান্দ বিপ্লবের নেতৃত্বে চলা কমিউনিস্ট পার্টির কিছু কর্মী সমর্থক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে৷ এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে৷
একদিকে যেমন নেপালে বিস্ফোরণ, অন্যদিকে তেমনই ফের রক্তাক্ত কাবুল৷ কান্দাহারে পুলিশ হেডকোয়ার্টারে তালিবানি হামলায় প্রাণ যায় ১২ জনের৷ আহতের সংখ্যা প্রায় ৮০৷ বুধবার কান্দাহারের পুলিশ হেড কোয়ার্টারের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে পুলিশ আধিকারিকদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ওই স্থানে দুটি বিস্ফোরণ হয়৷
Leave a Reply