লোকালয় ডেস্কঃ ফ্রেঞ্চ লিগে ১১ ম্যাচে ১১ জয়। পয়েন্ট তালিকায় শীর্ষে। রবিবার মার্সেইকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এমন জয়ের পরেও আলোচ্য বিষয় হয়ে উঠল অন্য কিছু কারণ। কোন কারণ? এক, মাঠে নেইমারকে বোতল ছোঁড়া আর দুই, নেইমারের কড়া ভাষায় সমালোচনা।
এদিন খেলার প্রথমার্ধে সুবিধা করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মাঠে নামেন এমবাপ্পে। আর নামার তিন মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে দেন পিএসজিকে। তবে এই ম্যাচে ঝামেলার সূত্রপাত হয় পিএসজির হয়ে নেইমার কর্নার নিতে গেলে। সেই সময় গ্যালারি থেকে তার দিকে কাচের বোতল এবং কয়েন ছুঁড়ে মারা হয়। বিরক্ত নেইমার একটি কাচের বোতল তুলে নিয়ে গিয়ে রেফারিকে দেখান।
এর আগে গত বছর ভেলোড্রোমেও একই ধরনের ঘটনা ঘটেছিল নেইমারের সঙ্গে। ক্ষুব্ধ নেইমার বলেছেন, ‘যা ঘটল, তা অত্যন্ত অসম্মানজনক। শুধু আমার জন্য নয়, দলের জন্যও। এটা একেবারেই ঠিক নয়। লিগ ওয়ান কর্তৃপক্ষের এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, এভাবে চলতে পারে না। আমরা যখনই এখানে খেলতে আসি, গ্যালারি থেকে জিনিস ছোঁড়া হয়। কাচের বোতলও বাদ যাচ্ছে না!’
Leave a Reply