সংবাদ শিরোনাম :
নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় নিহত ২৬৪

নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় নিহত ২৬৪

নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় নিহত ২৬৪
নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় নিহত ২৬৪

আন্তর্জাতিক ডেস্কঃ নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতায় চার মাসে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৬৪ জনে পৌঁছেছে। মানবাধিকারবিষয়ক ইন্টার-আমেরিকান কমিশন গতকাল বুধবার এ কথা জানিয়েছে।

এএফপির খবরে জানা যায়, কমিশনের প্রধান পাওলো আবরাও সাংবাদিকদের বলেন, আইএসিএইচআরের হিসাব বলছে, প্রতিবাদকারীদের ওপর সরকারের দমনপীড়নে ২৬৪ জন নিহত ও ১ হাজার ৮০০ জন আহত হয়েছে।

আইএসিএইচআর সংশ্লিষ্ট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বৈঠকে আবরাও পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিক্ষোভকারীরা নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার অপসারণ চায়।

অস্থিতিশীলতা নিরসনে প্রভাবশালী রোমান ক্যাথলিক চার্চ ওর্তেগার সরকার ও বিরোধী দলের মধ্যে মধ্যস্থতা করছে। তবে চলমান সহিংসতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

গেল সপ্তাহে নিকারাগুয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাসায়া এলাকায় বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকার-সমর্থিত বাহিনী। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়।

বিক্ষোভ ও হরতাল করে ওর্তেগা সরকারের ওপর চাপ দিতে চাইছে সরকারবিরোধীরা। মানবাধিকার গোষ্ঠী গতকাল অভিযোগ করেছে, বেসামরিক নাগরিকদের ওপর নিকারাগুয়ার সেনাবাহিনী সামরিক অস্ত্র চালাচ্ছে।

একসময়ের বামপন্থী বিপ্লবী ওর্তেগা এখন অত্যাচারী শাসক হিসেবে সমালোচিত। ১৯৯০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ওর্তেগা। ২০০৭ সালে পুনর্নির্বাচিত হন। বিরোধীদের অভিযোগ, ওর্তেগা তাঁর স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর সঙ্গে স্বৈরশাসন চালাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com