সংবাদ শিরোনাম :
নিউফিল্ড পার্শ্ববর্তী ড্রেন পরিষ্কার কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ

নিউফিল্ড পার্শ্ববর্তী ড্রেন পরিষ্কার কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ

নিউফিল্ড পার্শ্ববর্তী ড্রেন পরিষ্কার কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ
নিউফিল্ড পার্শ্ববর্তী ড্রেন পরিষ্কার কাজ পরিদর্শন করেছেন মেয়র জি, কে গউছ

লোকালয় ডেস্কঃ শহরের নিউফিল্ড পার্শ্ববর্তী বড় ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বৃহস্পতিবার সকালে মেয়র নিউফিল্ডের দক্ষিনে অবস্থিত পানি নিস্কাশনের বড় ড্রেন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করতে যান। সম্প্রতি অতিবৃষ্টির কারনে পৌরসভা পানি নিস্কাশনের বড় ড্রেনসমূহে পরিচ্ছন্নতা কাজ জোরদার করে।

এ পরিচ্ছন্নতা কাজের আওতায় শহরের বিভিন্ন এলাকার মতো নিউফিল্ডের দক্ষিণ পার্শ্ববর্তী বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করা হয়। উল্লেখ্য উক্ত ড্রেনের মাধ্যমে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ, নজির সুপার মার্কেট পার্শ্ববর্তী এলাকা, ঘোষপাড়া, মোহনপুর ও শায়েস্তানগর এলাকার একাংশসহ এক ব্যাপক অংশের পানি নিস্কাশন হয়। মেয়র আলহাজ্ব জি, কে গউছ পরিচ্ছন্নতা কাজ চলাকালে এলাকার বাসিন্দাদের সাথে আলোচনা করেন। তিনি বলেন এটি সত্যিই দুঃখজনক যে একশ্রেণীর বাসিন্দা সিডিসি’র গাড়ীতে গৃহস্থালীর ময়লা আবর্জনা না দিয়ে বড় ড্রেনে ফেলে দিচ্ছেন। তিনি বলেন এসকল ড্রেনে ময়লা ফেলার প্রবনতার বিরুদ্ধে সচেতন নাগরিকবৃন্দের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বৃষ্টির পানি যাতে দ্রুত সরে যেতে পারে সেজন্য ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আলমগীর, গৌতম কুমার রায়সহ অন্যান্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com