সংবাদ শিরোনাম :
নবীগঞ্জ গজনাইপুরের ইয়াহিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ ও ব্যাখ্যা

নবীগঞ্জ গজনাইপুরের ইয়াহিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ ও ব্যাখ্যা

ইয়াহিয়া

গত ১১ মার্চ বুধবার হবিগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি পত্রিকায় ‘‘নবীগঞ্জে এক লন্ডনীর সাথে কেয়ার টেকারের প্রতারণা, ৪টি গাড়ী, নগদ অর্থসহ কয়েক কোটি টাকা নিয়ে চম্পট” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা, উদ্দেশ্যে প্রণোদিত ও মানহানিকর। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে লন্ডন প্রবাসী নুর মিয়া ওরফে ইকবাল আমার আপন মামতো ভাই এবং লন্ডন প্রবাসী আফজাল মিয়াও আমার মামাতো ভাই। তারা উভয়ই আপন দুই ভাই। আমি ছোটবেলা থেকেই নবীগঞ্জের গজনাইপুর গ্রামে আমার নানার বাড়িতে বসবাস করে আসছি এবং লন্ডন প্রবাসী আফজাল মিয়া তার সহায় সম্পত্তি দেখার জন্য আমাকে দায়িত্ব দেন। আমি প্রায় ১৭/১৮ বছর যাবত আমার মামাতো ভাই আফজল মিয়ার সম্পত্তি অত্যান্ত সততা ও দক্ষতার সাথে দেখাশুনা করে আসছি। বর্তমানেও দেখাশুনা করছি। সম্প্রতি নুর মিয়া ও আফজাল মিয়ার মধ্যে লন্ডন ও বাংলাদেশের সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ইদানিং নুর মিয়া দেশে এসে আমাকে চাপ প্রয়োগ করে বলে আফজাল মিয়ার সমস্থ সহায় সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়ার জন্য। এ বিষয়টি আমি আফজাল মিয়াকে জানালে তিনি বলেন আমার সম্পত্তি তোমার কাছে তাক, আমার সম্পত্তি কাউকে বুঝানো লাগবে না। আমি নুর মিয়ার কথায় রাজি না হওয়ায় তিনি আমার উপর চড়াও হয় এবং আমাকে মারধোর করে। আমি বর্তমানে সড়ক দুর্ঘটনায় ৩ বছর যাবত অসুস্থতায় ভুগছি। শুধু তাই নয়, আমি ১৭ বছর যাবত আফজল মিয়া ও নুর মিয়ার মা-বাবাকে দেখাশুনা করে আসছিলাম। প্রায় ২ বছর পূর্বে নুর মিয়ার বাবা মারা গেলে আমি নিজে উনার দাফন কাপন সম্পন্ন করি। কিন্তু পত্রিকায় প্রকাশিত হয় নুর মিয়ার ৪টি গাড়ী ও নগদ অর্থসহ কয়েক কোটি টাকা মালামাল আত্মসাত করে উধাও হয়ে গেছি। যা আদৌ সত্য নয়, আফজল মিয়া আমার আপন মামতো ভাই হিসেবে তার সহায় সম্পত্তি দেখাশুনা করি। আমি নুর মিয়ার কোন কেয়ার টেকার নই। নুর মিয়ার চলাফেরা খারাপ হওয়ায় তার সঙ্গে আমার যোগাযোগ নেই। নুর মিয়ার কথায় আমি রাজি না হওয়ায় তিনি আমার উপর ও আফজাল মিয়ার উপর একটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলায় যা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়। যা আমার গ্রামবাসী এ ব্যাপারে অবগত রয়েছে। দেশে তার কোন গাড়ী নেই। তার কোন বাসা-বাড়ির ভাড়া আমি তোলার প্রশ্নই উঠে না। যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি উক্ত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারী
মোঃ ইয়াহিয়া
গজনাইপুর, নবীগঞ্জ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com