সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে মামলা বিচারাধীন থাকা অবস্থায়  ফের গাছ কর্তন ও হুমকির অভিযোগ

নবীগঞ্জে মামলা বিচারাধীন থাকা অবস্থায়  ফের গাছ কর্তন ও হুমকির অভিযোগ

নবীগঞ্জে মামলা বিচারাধীন থাকা অবস্থায়  ফের গাছ কর্তন ও হুমকির অভিযোগ
নবীগঞ্জে মামলা বিচারাধীন থাকা অবস্থায়  ফের গাছ কর্তন ও হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামের মৃত  ছাও মিয়ার পুত্র পরিবহন শ্রমিক তোফাজ্জল হোসেন সংবাদ কর্মীদের নিকট অভিযোগ করে বলেন,তাদের মালিকানাধীন ভূমি থেকে জর পূর্বক প্রতিবেশী আউশকান্দি গ্রামের মৃত ওহাব উল্লার পুত্র আঃ রহমান ওরফে মতই মিয়া সহ আরো ৫/৬ জন লোক মিলে তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ভুমি আউশকান্দি মৌজাধীন জে এল নং ১২৪, খতিয়ান ৮০,সাবেক দাগ নং -৭৫০,হাল দাগ নং ৬৫৬, এতে ১০ শতক ভূমি থেকে মেহগনি, আকাশি,শিরিশ সহ বিভিন্ন জাতের ২০টি গাছ জোরপূর্বক কর্তন করে নিয়ে যায়। কর্তনকৃত গাছের মূল্য প্রায় ১লক্ষ ১০ হাজার টাকা হবে। ঘটনাটি ঘটে ২০১৮ সালের ১৯সেপ্টেম্বর সকাল অনুমান ৯টার দিকে। এঘটনায় প্রভাবশালী মতই মিয়া স্থানীয় সামাজিক শালিস  বিচার না মানায়, ভুমি ও গাছের মালিক বাদী হয়ে তৎকালীন সময়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দরখাস্ত মামলা নং ৫৩৫ /১৮, তাং  ২৫/০৯/২০১৮ ইং তারিখে মামলা দায়ের করেন। এই মামলাটি নবীগঞ্জ থানা পুলিশকে তদন্তের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিলে, তদন্তকারী কর্মকর্তা  গাছ কাটার বিষয়টি  পাশ কাটিয়ে আসামী পক্ষের সাথে আতাত করে  বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করেন ওই পরিবহন শ্রমিক। এরই প্রেক্ষিতে বাদী পক্ষ আবারো বিজ্ঞ আদালতে  নারাজি দেন,এতে মামলাটি পূণরায় তদন্তের জন্য নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ দেন আদালত।
উক্ত মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় গত কিছু দিনধরে আবারো ওই প্রভাবশালী ও তার লোকজন এই বিরোধপূর্ণ ভুমি থেকে আবারো বিভিন্ন জাতের আরও ৭টি গাছ কর্তন করে নিয়ে গেছেন, এবং বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি ও দিয়েছেন বলে অভিযোগ করেন তোফাজ্জল।  এনিয়ে অসহায় শ্রমিক পরিবার চরম হুমকির মুখে রয়েছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com