নবীগঞ্জে ঝুলন্ত বিদ্যুৎ এর তারে জড়িয়ে যুবক মৃত্যু পথযাত্রী

নবীগঞ্জে ঝুলন্ত বিদ্যুৎ এর তারে জড়িয়ে যুবক মৃত্যু পথযাত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ এর খুটির তার জমিনের মাটির সাথে ঝুলন্ত অবস্থায় থাকার কারনে বাবার জন্য খাবার নিতে গিয়ে সেই তারে জড়িয়ে যুবক এখন মৃত্যু পথযাত্রী।তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে৷

জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি পূর্ব বাজার সংলগ্ন ইউসুফ নগরস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারের পাশে একটি গত ক’দিন থেকে বিদ্যুৎের খুটি থেকে একটি তার বিদ্যুৎ চালু অবস্থায় জমিনের মাটিতে ঝুঁলে পড়ে।এলাকাবাসী অভিযোগ করে বলেন এভাবে প্রায়ই জমিনে বিদ্যুতের তার ঝুলে পড়ে৷ এবিষয়ে
পল্লিবিদ্যুৎতের লোকজনকে বারংবার জানালেও কর্তৃপক্ষের তেমন কোন সু- নজর নাই! যে কারনে একটি কৃষকের সন্তান আজ মৃত্যু পথযাত্রী৷

সূত্রে আরো জানায়, ৬নং কুর্শি ইউনিয়নের জুহুর পুর গ্রামের গোলাপ মিয়া তার পরিবারবর্গ নিয়ে মিঠাপুর গ্রামে অন্যের বাড়ীতে বসবাস করে আসছেন। সেখানে থেকেই কৃষি কাজ করে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন৷ প্রতিদিনের ন্যায় বুধবার সকালে জমিনে কাজ করতে যান গোলাপ মিয়া। সেই জমিনে বাবার জন্য গতকাল সকাল ১০ টার দিকে ভাত নিয়ে রওয়ানা দেন ছেলে এমরান মিয়া (১৮)। ঢাকা- সিলেট মহা সড়ক পার হয়েই একটি জমিনে বিদ্যতের খুটি পাওয়া যায়।কৃষক পুত্র এই খুটির পাশে যাওয়া মাত্রই ঝুলন্ত বিদ্যুৎ লাইনের সাথে বিদ্যুৎ পৃস্ট হয়ে যান,এসময় তার সারা শরীর ও মুখের অধিকাংশ
জ্বলসে যায়। বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে
ছটপট আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারিরীক অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সে আশংকামুক্ত নয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন, সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷

এ ব্যাপারে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের ডিজি,এম আলীবর্দী খান সুজন বলেন
বিষয়টি আমি জেনেছি, খুবই মর্মান্তিক ঘটনা।বিদ্যুৎ পৃষ্ট যুবকের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি,আমরা মানবিক দৃষ্টিতে যতটুক সহযোগিতার প্রয়োজন সেটা করার চেষ্টা করবো৷ এর বাহিরে আমাদের কিছু করার সুযোগ নেই৷ এঘটনার খবর পাওয়ার সাথে সাথেই
এই বিকল কৃত ঝুলন্ত বিদ্যুতের লাইনটি মেরামত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com