লোকালয় ডেস্কঃ নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে একটি নীলগাই (পুরুষ) উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে আছে।
প্রত্যক্ষদশী সুমন বলেন, ‘সকালে কয়েকজন লোক দড়ি দিয়ে একটি নীলগাই বেঁধে নিয়ে আসে। পরে চেয়ারম্যানকে ফোন দিলে চেয়ারম্যান নীলগাইটি পরিষদে নিয়ে যান।’
পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সীমান্তবর্তি এলাকায় একটি আমবাগানে নীলগাইটি ঘুরছিলো। স্থানীয় কিছু যুবক এ প্রাণীটিকে আটক করে আমাকে সংবাদ দেয়। এরপর সকাল ৯টার দিকে ঘটনাস্থলে যাই। পাশে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা সংবাদ পেয়ে নীলগাইটি তারা নেওয়ার জন্য আসে। কিন্তু আমি তাদের বললাম যেহেতু আমার এলাকার মধ্যে গাইটি উদ্ধার করা হয়েছে পরিষদে নেওয়ার পর সুরহা করা হবে। এরপর যেখান খুশি নিয়ে গেলে তাতে আমার কোনও সমস্যা নাই। এসময় তারা গাড়ির চাবি খুলে নেয়।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বন কর্মকতা আমাকে ফোন দিয়ে বলেন নীলগাইটি আমার হেফাজতে রাখার জন্য। তারা এসে এটিকে নিয়ে যাবেন বলেও জানান।’
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সেটি দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যানে রয়েছে।
Leave a Reply