লোকালয় ডেস্কঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও মালয়েশিয়াতে আজ ঈদ। গতকাল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোর রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
মরক্কো, আলজেরিয়া, তিউনেসিয়া, ওমান, লিবিয়ায়ও আজ ঈদ উদযাপিত হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডসহ ইউরোপের বেশির ভাগ দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আরব ইউনিয়নের চাঁদ দেখা কমিটির সদস্য খালিদ আল-জাক এক টুইটার বার্তায় বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। চাঁদের হিসাব অনুযায়ী শুক্রবার, ১৫ জুন ঈদ উল ফিতরের প্রথম দিন।’
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েত, বাহরাইন, সুদান, মিসর, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়াতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদ পালিত হচ্ছে।
Leave a Reply