লোকালয় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আনছার বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও চারজন।
নিহত আনছার বেগম নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মো. ইলিয়াছের স্ত্রী।
২৬ এপ্রিল, বৃহস্পতিবার টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে দোকান বসানোকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকে রোহিঙ্গাদের একটি পক্ষ কাপড়ের দোকান বসাতে চাইলে অন্য পক্ষ বাধা দিয়ে নিজেরা দোকান বসানোর চেষ্টা করে।
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ তাদের হাতে থাকা দা ও চাকু দিয়ে প্রতিপক্ষকে আঘাত করে। এতে এক নারী নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply