বিনোদন ডেস্ক: সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর। স্টারপূত্র ও আদুরে চেহারার কারণে বাবা-মায়ের থেকেও তার ভক্ত সংখ্যা কম নয়। তাই সবসময় পাপারাজ্জিদের টার্গেটে থাকে তৈমুর। পাপারাজ্জিরা তার ছবি তোলার জন্য সবসময়ই যেন মুখিয়ে থাকেন। কিন্তু এমনটি চাচ্ছেন না সাইফিনা। তারা চাচ্ছেন ছেলে যেন অন্যসব শিশুদের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। তাই মিডিয়ায় তৈমুরের আর কোনো ছবি দেখতে রাজি নন বাবা-মা।
মিডিয়াকে সাইফ আলি খান এবং কারিনা কাপুর অনুরোধ করেছেন তৈমুরের ছবি না তোলার জন্য। তারা চান না তৈমুরের জীবনে পাপারাজ্জির প্রভাব পরুক। সাইফ খান জানিয়ে দিয়েছেন, পাপারাজ্জিরা তৈমুরের পিছু নেক কিংবা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকুক, সেটা তিনি চাননা।ডিসেম্বরে তৈমুরের বয়স দুই বছর হবে। অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে বেড়ে উঠুক তৈমুর, তেমনটাই চান তার বাবা-মা।
কিন্তু সম্প্রতি, ছবি তোলার পাশাপাশি তৈমুরের সঙ্গে কথাও বলা শুরু করেছেন পাপারাজ্জিরা। তৈমুরকে নাম ধরে ডেকে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা। বিষয়টি একদমই পছন্দ নয় সাইফ-কারিনার।
Leave a Reply