সংবাদ শিরোনাম :
‘তিনটি শিরোপাই জিততে চায় বার্সেলোনা’

‘তিনটি শিরোপাই জিততে চায় বার্সেলোনা’

‘তিনটি শিরোপাই জিততে চায় বার্সেলোনা’
‘তিনটি শিরোপাই জিততে চায় বার্সেলোনা’

খেলাধুলা ডেস্কঃ লা লিগায় সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। যেই জয়ের কৃতিত্ব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করা মেসির। এই জয়ের ফলে লা লিগায় শিরোপার পথে বড় একটি ধাপ দিয়ে ফেলায় তৃপ্তি ঝরেছে মেসির কণ্ঠে। তবে দলকে সতর্ক করে দিয়েছেন এভাবে, ‘এখনো পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ।’

আর্জেন্টাইন তারকা এই মৌসুমটা আলো ছড়িয়ে শেষ করার পক্ষে। এমনকি সব মিলিয়ে তিনটি শিরোপার দিকেই নজর রাখছেন তিনি। তবে শিরোপা জিততে দলকে সতর্ক রাখলেন পারিপার্শ্বিকতার কথা মনে করিয়ে, ‘শিরোপা জিততে এখনও অনেক দূর যেতে হবে। তবে জয়টা গুরুত্বপূর্ণ, যাতে করে ব্যবধানটা ঘোচানো যায়। আমরা সব কিছুই জেতার চেষ্টা করবো।’

জয়ের পথটা যে কঠিন হবে তা নিজেও মানেন মেসি। কারণ, ‘আমাদের সামনে কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। ধীরে ধীরে জয় পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই বলে কোনও টুর্নামেন্টের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’

লা লিগার পাশাপাশি কোপা দেল রের ফাইনালে পৌঁছাতে আর এক ধাপ দূরে আছে বার্সেলোনা। কিন্তু বাধা পেরোতে তাদের সামনে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, ‘কোপা দেল রেতে ফাইনালে পৌঁছাতে আর এক ধাপ দূরে আমরা। সেই ধাপ পার হতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। তবে আমরা ওদের মাঠে জয়ের সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমরা আত্মবিশ্বাসী যে সেটা করতে পারবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com