সংবাদ শিরোনাম :
‘তারা চার বেলা খাবার চায়’

‘তারা চার বেলা খাবার চায়’

'তারা চার বেলা খাবার চায়'
'তারা চার বেলা খাবার চায়'

খেলাধুলা ডেস্কঃ মাঠ কিংবা মাঠের বাইরে সব সময়ই আলোচনায় থাকেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। রাশিয়া বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। পুরো বিশ্বকাপ জুড়েই নানা তীর্যক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন এই সাবেক আর্জেন্টাইন। সেমি ফাইনালকে সামনে রেখে এবার তিনি কথা বলেছেন আফ্রিকান বংশোদ্ভূত ইউরোপীয়ান খেলোয়াড়দের নিয়ে। যা বিতর্কের সৃষ্টি করেছে ফুটবল বিশ্বে।

টেলিসার নামক একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দেওয়ার সময় ম্যারাডোনা জানান, সেমিফাইনালে আসা চারটি দলে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়ের আধিক্য অনেক বেশি। পরিসংখ্যানও আসলে তেমনটাই বলে। সেমিতে উঠা ফ্রান্স দলের মধ্যে ৭৮.৩ শতাংশ খেলোয়াড় (২৩ জনের মধ্যে ১৪ জন) আফ্রিকার ভিন্ন ভিন্ন ১১টি দেশে জন্মেছে। ইংল্যান্ড ও বেলজিয়ামের ক্ষেত্রে সেটি ৪৭.৮ শতাংশ।

সাক্ষাৎকারের এক সময় ম্যারাডোনা স্মরণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর সঙ্গে তার আলাপচারিতার একটি অংশ। ম্যারাডোনার ভাষ্যমতে হোসে মরিনহো বলেছেন, ‘তারা খুব ভালো করেই জানে, তারা একটি নতুন স্থানে আসছে যেখানে জীবনযাত্রার ধরণ সম্পূর্ণ আলাদা। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী খেলোয়াড় খেলছে।’

তবে ম্যারাডোনা পেশাদার ফুটবল লিগে ‘মাফিয়া’ বিষয়ে সমালোচনা করতে ভুলেননি। তিনি এই বিষয়ে বলেন, ‘আফ্রিকান খেলোয়াড়দের ইউরোপে এনে জাতীয়তা দেওয়া হয়। আর খেলোয়াড়রাও সম্মত হচ্ছে কারণ তাতে তাদের জীবিকার উন্নতি হয়। আফ্রিকান খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ চায়।’

খেলোয়াড়দের জাতীয়তা বদলে অন্য দেশে খেলার বিষয়টিকে তিনি তুলনা করেছেন মানব পাচারের সঙ্গে। তিনি বলেন, ‘তারা নিজেদের প্রমাণ করতে সুযোগ চায়। তারা চার বেলা খাবার চায়। কিন্তু যেভাবে তাদের পাচার করা হচ্ছে তা খুবই চিন্তার একটি বিষয়। বড় বড় দলগুলোই এমনটা করছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com