ছোট ওই ভিডিও ক্লিপটি ওই রাজ্যে ব্যাপক শেয়ার হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলায় সেহরি খাওয়ার জন্য লোকজনকে ঘুম থেকে জাগাতে কর্তৃপক্ষের নিয়োজিত ‘মেসাহারাতি’র দায়িত্ব নিয়েছেন শিখ বৃদ্ধটি।
ভোররাতে আবাসিক এলাকার রাস্তায় বের হয়ে নিজের ঢোলটি বাজানোর আগে বৃদ্ধ হাঁক দেন, “ওওও আল্লা রাসুল দে পেয়ারো, জান্নাত দে তালাবগারো, উঠো রোজা রাখোওওও।”
ছড়িয়ে পড়া ভিডিওটি শিখ বৃদ্ধটির জন্য প্রশংসা বয়ে এনেছে। শত শত বছর ধরে কাশ্মীরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল তিনি সেই ঐতিহ্যকেই ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য অনেকের।
‘মেসাহারাতি’ বা সেহরি খাওয়ার জন্য ঢোল বাজিয়ে মানুষকে ঘুম থেকে ঢেকে তোলার এই কাজটি সাধারণত এলাকার কোনো মুসলিম ব্যক্তি করে থাকেন। তিনি তার আশপাশের এলাকার মানুষকে জাগাতে এলাকাগুলোতে ঢোল বাজিয়ে ঘুরে বেড়ান। তবে কখনো কখনো অন্য সম্প্রদায়ের মানুষকেও এ কাজটি করতে দেখা যায়।
Leave a Reply