ঢাকা- আগামী সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
এ নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
শনিবার সকালে ঢাবি এলাকা পরিদর্শনকালে সংবাদকর্মীদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় প্রবেশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে কল করতে হবে।
নিরাপত্তার দায়িত্বে র্যাব ও পুলিশ কাজ করবে। তিনি বলেন, হলের ভোট কেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।
আছাদুজ্জামান বলেন, ‘কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করব।
Leave a Reply