ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ১৪ শতাংশ। ৮৬ ভাগ শিক্ষার্থীই ফেল করেছে। এই ইউনিটে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।
মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর খ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৩ হাজার ৮৯৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ৪ হাজার ৭৪৭জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU Kha ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
পাসকৃতদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী আগামী ২১ অক্টোবর থেকে বিষয় মনোনয়ন দেয়া হবে।
Leave a Reply