সংবাদ শিরোনাম :
ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো হয়তো ভাঙবে না কখনো

ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো হয়তো ভাঙবে না কখনো

ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো হয়তো ভাঙবে না কখনো
ডি ভিলিয়ার্সের যে রেকর্ডগুলো হয়তো ভাঙবে না কখনো

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর কখনো দেখা যাবে না তাঁকে। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা না জেতার আক্ষেপটা রয়েই যাবে তাঁর। তবু ক্রিকেট তাঁকে মনে রাখবে। কারণ, এমন অবিশ্বাস্য কিছু করেছেন, যা হয়তো আর কখনো কেউ করে দেখাতে পারবেন না!

দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি
২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে সেঞ্চুরি। ডি ভিলিয়ার্স ভাঙেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলের রেকর্ড।

দ্রুততম ওয়ানডে ফিফটি
দ্রুততম সেঞ্চুরি করার পথেই ১৬ বলে ফিফটি। এবি পেছনে ফেলেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলের ফিফটি।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা
দ্রুততম সেঞ্চুরি ইনিংসে ১৬টি ছক্কা। যে রেকর্ডে প্রোটিয়া ব্যাটসম্যানের সঙ্গী ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

সবচেয়ে বেশি স্ট্রাইকরেটের ওয়ানডে ইনিংস
রেকর্ড ইনিংসে মাত্র ৪৪ বলেই ১৪৯ রান। ওই ম্যাচে ডি ভিলিয়ার্সের স্ট্রাইকরেট ৩৩৮.৬৩। ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংসে যা সর্বোচ্চ স্ট্রাইকরেট।

একমাত্র
ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫০-এর বেশি গড় ও ১০০-এর বেশি স্ট্রাইকরেট আছে শুধু ডি ভিলিয়ার্সের।

টেস্টে টানা ম্যাচে ফিফটি
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা ১২ টেস্টে অন্তত একবার ফিফটি ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স। পরে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের জো রুট।

শূন্যের অপেক্ষা
টেস্টে প্রথমবার শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি ৭৮ ইনিংস ব্যাট করেছেন। রেকর্ড এটাও।

১১ ক্যাচ
২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে উইকেটকিপার হিসেবে ১১টি ক্যাচ নিয়ে ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে জ্যাক রাসেলের পাশে বসেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com