লোকালয় ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনসুর আলী আরিফ জানান, গাইবান্ধা থেকে একদল নির্মাণশ্রমিক ঈদের ছুটি শেষে সিলেট যাচ্ছিলেন। তাঁদের বহনকারী ট্রাকটি কালিহাতী উপজেলার সদরের সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের কারও পরিচয় এখনো জানা যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে পাঁচজন মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ঘাটাইলের নজুনবাগ এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে গেলে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, নিহত ব্যক্তির নাম খলিল (৩৫)। তাঁর বাড়ি ঘাটাইল উপজেলার ডুবাইল গ্রামে।
Leave a Reply