সংবাদ শিরোনাম :
জৈন্তাপুর ও গোয়াইনঘাটে তরমুজের ভালো ফলন

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে তরমুজের ভালো ফলন

সড়কের ধারে তরমুজের জমজমাট হাট। সারিঘাট, জৈন্তাপুর, সিলেট।

 

           বড় একটি তরমুজ মাথায় তুলে খুশি এক শিশু। বড়দের কাজে সাহায্য করছে ছোটরা। আলীরগাঁও, গোয়াইনঘাট, সিলেট।

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর- এই দুই উপজেলায় চলতি মৌসুমে বরাবরের মতো এবারও তরমুজের ভালো ফলন হয়েছে। এই দুই উপজেলার বিভিন্ন গ্রামের চাষিরা বর্তমানে তরমুজ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।

                   নিজের খেতের তরমুজ কতটা লাল ও আকর্ষণীয় তা কেটে দেখাচ্ছেন এক চাষি। আলীরগাঁও, গোয়াইনঘাট, সিলেট।

ভালো ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। জৈন্তাপুরের সারিঘাট এলাকার সড়কের পাশে বসেছে তরমুজের বাজার। আকারভেদে প্রতিটি তরমুজের দাম ৩০ থেকে ১২০ টাকা। অনেক ব্যবসায়ী পাইকারি দরে এখান থেকে তরমুজ কিনে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com