লোকালয় ডেস্কঃ রমজানে ইফতার উপলক্ষে কারাগার থেকে ২৩ টাকার ইফতার দেওয়া হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।
১৯ মে, শনিবার সকাল সোয়া দশটায় এমন কথা জানান সাঈদী পুত্র মাসুদ বিন সাঈদী।
মাসুদ বিন সাঈদী এ প্রতিবেদককে বলেন, ‘২৩ টাকা দিয়ে কি ইফতারি হয়?’ ২৩ টাকার ইফতারির খবর কীভাবে জানলেন? এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘গত ৩ দিন আগে আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা তিন ভাই। কারাকর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনেছি আব্বাকে ২৩ টাকার ইফতারি দেওয়া হবে।’
তারা তিন ভাই হলেন- মাসুদ বিন সাঈদী, শামীম সাঈদী, নাসিম সাঈদী। তাদের সবার বড় ভাই রাফিক বিন সাঈদী মারা গেছেন কয়েক বছর আগেই। এরমধ্যে মাসুদ সাঈদী পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা চেয়ারম্যান।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘আব্বাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।’
Leave a Reply