সংবাদ শিরোনাম :
জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়, তবে বৃষ্টি থাকলে ছাতা…

জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়, তবে বৃষ্টি থাকলে ছাতা…

নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পবিত্র দিনটি উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মুসল্লিদের অনুরোধ করেছেন, জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় প্রধান জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার। তবে বৃষ্টি থাকলে মুসল্লিরা ছাতা নিয়ে আসতে পারবেন।

রোববার বিকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘ঈদগাহের ভেতরে-বাইরে মিলিয়ে ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ঈদগাহের বাইরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ডিএমপির সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।’

ঈদগাহের চারপাশে চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এবার নিরাপত্তা জোরদার কতে ৮৫টি সিসি ক্যামেরা থাকছে। এছাড়াও ত্রিপলের ওপরেও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের করতে পুলিশের কন্ট্রোল রুম থাকছে।’

রাষ্ট্রপতিসহ ঈদগাহে আগত বিভিন্ন ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘মৎস্য ভবনসহ ঈদগাহে প্রবেশের বিভিন্ন রুটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেককেই প্রবেশের সময় আর্চওয়ে তল্লাশি পার হতে হবে।’

নিরাপত্তার স্বার্থে পুলিশের কাজে সর্বসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com