খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের মূল দল নয়, প্রাথমিকভাবে ২৭ জনের নাম দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। এ দলেও নিজের নাম খুঁজে পাননি সান্ড্রো ভাগনার। ক্ষোভে-দুঃখে মাত্র ৩০ বছর বয়সে জাতীয় দল থেকে অবসর নিয়ে নিয়েছেন এই স্ট্রাইকার। তাঁর এমন সিদ্ধান্তে আবার খেপিয়ে দিয়েছে জার্মান কোচকে। ভাগনারের এমন সিদ্ধান্তে জার্মানির অন্য খেলোয়াড়দের অপমান করা হয়েছে বলে ভাবছেন লো।
দল ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে, জার্মানির কোচ হিসেবে লোয়ের চুক্তি ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ভাগনারের অবসর নেওয়া এবং সে সিদ্ধান্তে পেছনে যুক্তিটা লোয়ের জন্য অপমানজনক, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, আমি যেমন—সব সময় সৎ, খোলামেলা ও সরাসরি কথা বলা—এটা কোচিং দলের সঙ্গে যায় না।’
লো ভাগনারের বাদ পড়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মঙ্গলবারই। কাল তাই ভাগনারের এমন বিদায়কে অন্যদের জন্য অপমান হিসেবে দেখছেন, ‘আমি বুঝি সে হতাশ, এটা পরিষ্কার। কিন্তু ওর প্রতিক্রিয়া আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। আমি নিশ্চিত, এতে ওর সতীর্থদেরই সমালোচনা করা হলো। জার্মানির হয়ে এত বছর যারা খেলেছে, যারা এ দলকে এত দিন নেতৃত্ব দিয়েছে সবাইকে সে আহাম্মক ভাবে।’
Leave a Reply