সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে
জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

লোকালয় ডেস্ক : জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গণফোরামের আরামবাগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে একাদশ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ আগামী ২৪ ডিসেম্বরের গণশুনানি নিয়ে আলোচনা হবে।

শনিবার ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা জাসদ সভাপতি আ স ম আবদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানসহ সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় বৈঠকে থাকবেন না ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচি আগামী ২৪ ফেব্রুয়ারি আহূত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com