স্টাফ রিপোর্টার: জাঁকজমকের সাথে রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর ২০১৮-১৯ বছরের প্রথম সভা ও কলার হ্যান্ডওভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রেসিডেন্ট স্বদীপ কুমার বণিক ও সেক্রেটারী মোহাম্মদ শাহীন নবনির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও সেক্রেটারী মোঃ তানবিরুল হাসান শ্যামল এর কাছে কলার হ্যান্ডওভার করেন। পরে ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারী তানবিরুল হাসান শ্যামলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পিপি আলহাজ্ব এমএ মতিন খান পিএইচএফ, পিপি পূণ্যব্রত চৌধুরী পিএইচএফ, পিপি ফনি ভূষণ দাশ আরএফএসএম, পিপি রেজাউল মুহিত খান, পিপি আলহাজ্ব এমএ শহীদ সালেহ, পিপি শফিকুল বারী আওয়াল আরএফএসএম, পিপি শামীম আহছান, পিপি শফিকুল ইসলাম সেলিম পিএইচএফ, পিপি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ পিএইচএফ, পিপি সুখলাল সূত্রধর পিএইচএফ, পিপি মোতাব্বির হোসেন, পিপি অ্যাডভোকেট আলহাজ্ব আবুল খায়ের, পিপি বাদল কুমার রায়, আইপিপি স্বদীপ কুমার বণিক পিএইচএফ, রোটারী ক্লাব অব খোয়াইয়ের প্রেসিডেন্ট বেলায়েত হোসেন সেলিম, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর সাবেক সেক্রেটারী হাফিজুর রহমান সুমন, রোটারীয়ান মোঃ ইদু মিয়া, মোদাচ্ছির আলী টেনু, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, শঙ্খ শ্রভ্র রায়, এএসএম মহসিন চৌধুরী, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, শেখ জামাল মিয়া, মোহাম্মদ শাহীন পিএইচএফ, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, দিবাকর পাল পিএইচএফ, ডাঃ মিথুন রায়, সৈয়দ মহিদুল হাসান সুজন, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট অজয় কর তপু, রোটারেক্টর কৃষ্ণ চন্দ্র শীল ও ইন্টারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আমিনুল হক শাকিল প্রমূখ।
সভার শুরুতেই ইনভোকেশন পাঠ করেন নিয়াজুল বর চৌধুরী। পিপি ফজলুল রহমান লেবুর ছোট ভাই আতাউর রহমান মঞ্জিলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়। ক্লাবের নতুন সদস্য ডাঃ মিঠুন রায়কে আনুষ্ঠানিক ভাবে রোটারী পিন পরিয়ে দেন পিপি আলহাজ্ব এমএ মতিন খান ও পিপি শামীম আহছান। পিপি পূণ্যব্রত চৌধুরী ক্লাবের নতুন প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও সেক্রেটারী তানবিরুল হাসান শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানান। আরআই ডিস্ট্রিক ৩২৮২ এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অ্যাডিশনাল ডিস্ট্রিক কো-অর্ডিনেটর পিপি শামীম আহছান। সভায় বক্তাগণ এ বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন, হবিগঞ্জের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সারা জেলায় রোটারীর কার্যক্রমকে ছড়িয়ে দিতে হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় ক্লাবের সম্ভাব্য বাজেট ও কর্মপরিকল্পনা সম্বলিত একটি ফোল্ডার সকল সদস্য ও অতিথিবৃন্দকে প্রদান করা হয়। এছাড়া সভার শুরুতে প্রত্যেক সদস্য ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply