সংবাদ শিরোনাম :
ছেলেধরা সন্দেহে গ্রেপ্তার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের: তথ্যমন্ত্রী

ছেলেধরা সন্দেহে গ্রেপ্তার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের: তথ্যমন্ত্রী

ছেলেধরা সন্দেহে গ্রেপ্তার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের: তথ্যমন্ত্রী
ছেলেধরা সন্দেহে গ্রেপ্তার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের: তথ্যমন্ত্রী

সাম্প্রতিক ছেলেধরা গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া ৭০ ভাগেরও বেশি বিএনপি-জামায়াত গোষ্ঠির লোক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ন্যাপ-ভাসানী’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যখন বাংলাদেশ পৃথিবীকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, তখন একটি মহল প্রচণ্ডভাবে হতাশ। তারা রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপকৌশলের অংশ হিসেবে রটিয়ে দেয়া হল- সরকারি অনুমোদন নিয়ে নাকি পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে। তাও একটি-দুটি নয়, এক লক্ষ শিশু। এমন একটি গুজব রটিয়ে দেয়া হল। এর সূত্র ধরেই দেশে ছেলেধরা আতঙ্ক তৈরি করা হলো। যার প্রেক্ষিতে কিছু আতঙ্ক সৃষ্টিকারী মানুষ আর কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন স্থানে নিরীহ মানুষের ওপর হামলা চালালো। একজন নিরীহ মা’সহ বেশ কয়েকজনকে হত্যা করলো। এ সবগুলোই হত্যাকাণ্ড। এদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে। এদের অনেককেই গ্রেফতার করা হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি হচ্ছে বিএনপি-জামায়াত গোষ্ঠীর মানুষ। অর্থাৎ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।’

দেশে বন্যা পরিস্থিতি নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সারা দেশে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে টিম গঠন করে প্রতিটি এলাকায় ত্রাণ তৎপরতায চালানো হচ্ছে। একইসঙ্গে স্থানীয় এমপিরা এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com