রাজশাহী প্রতিনিধি- রাজশাহী চারঘাট উপজেলা সভাপতি পরিচয়ে চাঁদা দাবির সময় প্রতারক আশিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ স্থানীয় নেতারা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার মুক্তারপুর ট্রাফিক মোড়ে চাদাঁ দাবির সময় স্থানীয় নেতা কমীর্রা আঞ্চলিক আ’লীগ কার্যালয়ে প্রতারক আশিককে আটক করে রাখে। পরে ছাত্রলীগ নেতার চারঘাট থানা পুলিশের কাছে সোর্পদ করে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার বলেন, তাকে নিয়ে কিছু স্থানীয় লোকজন গুজব ছড়ানোর প্রচেষ্টা করছে। বেশ কিছুদিন যাবত বাঘা উপজেলার বকুল তলা গ্রামের মজিবর খেপার ছেলে আশিক ছাত্রলীগ সভাপতি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদা নিচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়টি চারঘাট পল্লী বিদুৎত-২ ডিজিএম মোক্তার হোসেন গনমাধ্যমকে জানান, ইতোপূর্বে চারঘাট পল্লী বিদ্যুৎত-২ এর নতুন ভবন নির্মাণের ঠিকাদারের প্রতিনিধি মোফাজ্জলের কাছ থেকে নগদ অর্থ চাদা দাবি করে বিভিন্ন অজুহাতে। তদুপরি ওই প্রতারক ডিজিএমকেও মোবাইল ফোনে ছাত্রলীগ সভাপতির ভাই পরিচয়েও নগদ অর্থ টাকা চাঁদা দাবি করে।
Leave a Reply