সংবাদ শিরোনাম :
ছাত্রলীগ সংগঠন নয়, প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী: রিজভী

ছাত্রলীগ সংগঠন নয়, প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী: রিজভী

ছাত্রলীগ সংগঠন নয়, প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী: রিজভী
ছাত্রলীগ সংগঠন নয়, প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী: রিজভী

লোকালয় ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার জন্য সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করে ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।

এসময় ছাত্রলীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সময়ের ছাত্রলীগ প্রকৃত কোন ছাত্র সংগঠন নয়, এটি প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী।

আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে ছাত্রলীগ। বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। ছাত্রলীগের মন সরকারের প্রতিহিংসার রঙ রাঙ্গানো।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেয়াটা ছিল প্রধানমন্ত্রীর তামাশা। সমগ্র জাতি এখন সেই রঙ-তামাশার দৃশ্য অবলোকন করছে।

এসময় রিজভী বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোমর ও চোখের সমস্যা বেড়ে গেছে।

খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরাতেই, বারবার আহ্বান সত্ত্বেও সরকার তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করছে না বলে অভিযোগ করেন বিএনপি’র এ নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com