- রাতে ঘুমানোর আগে মুখ ও চোখ ভালো করে পরিষ্কার করে নিন। আই লাইনার কিংবা মাস্কারার ব্রাশ ক্যাস্টর অয়েলে ডুবিয়ে ভ্রুতে লাগান। একইভাবে লাগান চোখের পাপড়িতে। সারারাত এভাবে রেখে পরদিন ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন।
- ২ টেবিল চামচ ভ্যাসলিনের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চোখের পাপড়ি ও ভ্রুতে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন ধুয়ে ফেলুন।
- সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে আই লাইনার কিংবা মাস্কারার ব্রাশের সাহায্যে লাগান চোখের পাপড়িতে। কটন বাডের সাহায্যেও লাগাতে পারেন। একইভাবে ভ্রুতেও লাগান। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
Leave a Reply