সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মারামারির ঘটনায় আদালতে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে মারামারির ঘটনায় আদালতে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে মারামারির ঘটনায় আদালতে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের
চুনারুঘাটে মারামারির ঘটনায় আদালতে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাট প্রতিনিধি:  চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জোয়ারমাগুরুন্ডা গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র বাবুল মিয়া সহ ০৩ জনকে মারধরের ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে গত ৯ মে বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (কগ-২) আদালতে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলাটি বিচারক আমলে নিয়ে ৭ জন আসামীদের বিরুদ্ধে এফ.আই.আর রুজু করার জন্য চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত ৫ মে শনিবার রোজ মঙ্গলবার সকাল অনুমান ৮.০০ ঘটিকায় বাবুল মিয়া ও তাহার ভাই সহ বাড়ি থেকে বের হয়ে চুনারুঘাটস্থ তাহার নিজের চায়ের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে একদল দূর্বৃত্তরা পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ফরিদ মিয়া, ছাবু মিয়া, সুজন মিয়া, শাহিন মিয়া সহ একদল দূর্বৃত্তরা তাদের হাতে থাকা দা দিয়ে বাবুল মিয়া ও তার ভাই আল আমিনের মাথায় কুপিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবুল ও আল-আমিন ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ মামলাটি রুজু করে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com