লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবককে অাটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌর শহরের টু স্টার হোটেলের সামনে বিশেষ অভিযান চালিয়ে ২ যুবককে হাতেনাতে অাটক করে।
এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
অাটককৃতকরা হলেন- চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গুচ্ছগ্রামের মৃত আলী মিয়ার পুত্র সোহেল মিয়া (৩৪) ও পশ্চিম বড়াইল গ্রামের রহমত উল্লার পুত্র ফারুক মিয়া (২৭)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবককে অাটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানার মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, আটক যুবক সোহেল মিয়া জি.আর আরো ৭টি মামলার পলাতক ওয়ারেন্টের আসামী।
Leave a Reply