সংবাদ শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নবীগঞ্জের শাহ আবীদ আলী

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নবীগঞ্জের শাহ আবীদ আলী

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নবীগঞ্জের শাহ আবীদ আলী
চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নবীগঞ্জের শাহ আবীদ আলী

এম.মুজিবুর রহমানঃ নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে  শোকাবহ আবহে চিরনিদ্রায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবসর প্রাপ্ত) শাহ আবিদ আলী। দীর্ঘদিন ধরে  বিভিন্ন রোগ ব্যধিতে ভোগের পর গত রবিবার বিকেল আড়াইটায় তাঁর শশুরর বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেস্বর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫), তাঁর ৩ছেলে ১ মেয়ে,  স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।
 ৯ সেপ্টেম্বর  সকাল ১০ ঘটিকায় তাঁর গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামস্থ ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর জীবনচরিত নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দীন আহমেদ বীর প্রতীক,ডেপুটি কমান্ডার মৌলদ  হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,আউশকান্দি ইউ/পি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান,বীর মুক্তিযোদ্বা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্বা কমরু মিয়া,আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,আশিক মিয়া,,জুনাব আলী, উপজেলা  মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল ইসলাম চৌধুরী, ইউ/পি সদস্য সাইদুর রহমান, কারী আব্দুল কদ্দুস ও নুরুল ইসলাম প্রমূখ।  মরহুমে’র পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমে’র ভাগিনা আউশকান্দি ইউ/পির সাবেক চেয়ারম্যান দিলাওর হোসেন। জানাযার নামাজের পূর্বে নবীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের উপস্থিতে  নবীগঞ্জ  থানার পুলিশ গার্ড অব অর্নার প্রদান করে এবং জালালাবাদ সেনানিবাসের লেফটেন্যান্ট শরীফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার ও গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় উমরপুর গ্রামস্থ  শাহ রুমি (রঃ) মাজার প্রাঙনে এই বীর মুক্তিযোদ্বা কে সমাহিত করা হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী,  উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ আউশকান্দি ইউনিয়ন এর পক্ষ থেকে মরহুমে’র কফিনে পুস্পস্তবক অর্পন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১, আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com