মস্কো: ২০১৪-র চুক্তি অনুসারে চিনে S-400 মিসাইল সিস্টেম পাঠাতে শুরু করল রাশিয়া। প্রথম সিস্টেম ইতিমধ্যেই পৌঁছেছে চিনে। এই সিস্টেমের মধ্যেই রয়েছে কন্ট্রোল স্টেশন, রাডার স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট, সাপোর্ট সিস্টেম সহ একাধিক জিনিস।
রাশিয়া একদল চিন সেনাকে এই সিস্টেমের ব্যবহারও শিখিয়েছে। তবে এই প্রসঙ্গে রাশিয়ার তরফে কোনও মন্তব্য করা হয়নি।
২০১৪-র নভেম্বরে রাশিয়া ও চিনের মধ্যে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। ২০১৫-র নভেম্বরে এই চুক্তিতে শিলমোহর পড়ে। ২০১৬-র জুন মাসে রাশিয়ার তরফে জানানো হয়েছে যে ২০১৮ তেই এই মিসাইল সিস্টেম পেতে শুরু করবে চিন।
প্রথম কোনও দেশ রাশিয়ার এই মিসাইল সিস্টেম কিনল। দ্বিতীয় হল তুরস্ক। ২০১৭-র জুলাইতে দুই দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৭-র ১২ সেপ্টেম্বর রাশিয়া সেই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তুরস্ক হল প্রথম ‘ন্যাটো’ দেশ যারা এই সিস্টেম কিনল।
Leave a Reply