চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সওড়াপাড়া পদ্মা নদীর পাড় ও বিপরীতে লক্ষিচর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টায় ৪২টি ককটেলভর্তি দুটি বালতি উদ্ধার করেছে বিজিবি। প্রথমে সওড়াপাড়া চরে পাওয়া বালতি থেকে ১৮টি ককটেল উদ্ধার হয়।
বিজিবি সনাক্তের পর তাঁদের সংবাদের ভিত্তিতে লক্ষীচরে বালু দিয়ে ঢেকে রাখা বালতি থেকে শিবগঞ্জ থানা পুলিশের এ´পার্ট টীম উদ্ধার করে আরও ২৪টি ককটেল। এ ঘটনায় কেউ আটক না হলেও দু’জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এরা হলেন, শিবগঞ্জের চর হাসানপুর গাইপাড়া গ্রামের মৃত.আজিজুল হকের ছেলে হিরো (২৫) ও একই গ্রামের আশরাফুলের ছেলে তরিকুল (৩০)।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান বিকেল সোয়া পাঁচটায় বলেন,ধারণা করা হচ্ছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ শহরে বড় ধরনের অরাজকতা ও নাশকতা সৃষ্টিতে এগুলি ব্যবহার হত। বিজিবির অভিযানে তা নস্যাৎ হয়েছে।
তিনি বলেন, সকালে সওড়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে পদ্মা নদী পার হয়ে দুটি বালতিতে করে বিপুল সংখ্যক ককটেল নিয়ে দুইজন দূস্কৃতিকারী দেশের ভেতরে প্রবেশ করছিল। খবর পেয়ে প্রথমে ফতেপুর সীমান্ত ফাঁড়ির একটি দল অভিযান শুরু করে। কিন্তু দূস্কৃতিকারীরা দুর থেকে বিজিবি দল দেখেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ককটেল ভর্তি বালতি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এমতাবস্থায় বিজিবি’র রঘুনাথপুর সীমান্ত ফাঁড়ির আরেকটি দল স্পীডবোট নিয়ে দ্রুত অভিযানে যোগ দেয়। যৌথ অভিযানে সওড়াপাড়া চরে ১টি ও লক্ষীচরে ১টি দূষ্কৃতিকারীদের ফেলে যাওয়া বালতি সনাক্ত হয়।
সকালেই সওড়াপাড়ার বালতিটি উদ্ধার করে ১৮টি ককটেল পাওয়া যায়। পরে পুলিশের সহায়তায় লক্ষীচরের বালতি উদ্ধার করে তার মধ্যে মেলে ২৪টি ককটেল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় সনাক্তকৃত পলাতক ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন লে.কর্ণেল এহসান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিজিবি’র অভিযানে ককটেল উদ্ধারস্থলে পুলিশ পাঠানোর বিষযটি দুপুরেই নিশ্চিত করেন।
Leave a Reply