লোকালয় ডেস্কবহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ চলতি বছর মুক্তি পাচ্ছে না। মুক্তির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের মার্চে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ইনফরমেশন ও ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর এটি জানিয়েছেন। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
‘বঙ্গবন্ধু’ সিনেমাটি নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে। এটি যৌথ ভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ও ভারত। এর আগে দুই দেশই জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের শেষে এটি মুক্তি দেওয়া হবে।
এদিকে, চলতি সেপ্টেম্বরে এর দ্বিতীয় লটের শুটিং শুরুর কথা থাকলেও তা এখনও সম্ভব হয়নি। করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছেন, ইতিমধ্যেই সিনেমার ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে এলে বাকি অংশের কাজ হবে কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে।
সিনেমার মূল চরিত্র বঙ্গবন্ধু ভূমিকায় থাকছেন আরিফিন শুভ আর শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এছাড়াও তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।
Leave a Reply