লোকালয় ডেস্কঃ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ওভারহেড সেলফে একটি প্লাস্টিকের শপিং ব্যাগে ৮টি স্বর্ণের বার পেয়েছে কাস্টম কর্মকর্তারা।
সোমবার (৮ অক্টোবর) ভোর ৬টা ৩৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে কাস্টমস রামেজিং করে বিমানের ওভারহেড সেলফ থেকে একটি প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়।
এরপর সব সংস্থার উপস্থিতিতে ব্যাগ খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার মোট ওজন ৯৩৩ দশমিক ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। দাবিদার না থাকায় স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
Leave a Reply