সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে হেলে পড়েছে তিন ভবন, চলছে উদ্ধার অভিযান

চট্টগ্রামে হেলে পড়েছে তিন ভবন, চলছে উদ্ধার অভিযান

http://lokaloy24.com

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভবন হেলে পড়ার বিষয়টি নজরে আসে।

এলাকাবাসীর অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা উন্নয়ন প্রকল্পের কাজ করার সময় ভবনগুলো হেলে পড়ে।

জানা গেছে, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় রাতে একটি তিনতলা ভবন হেলে পড়ে। পাশাপাশি আরও একটি মন্দির এবং একটি একতলা ঘরে ফাটল দেখা দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান একটি তিনতলা ভবন এক-দেড় ফুট হেলে গিয়ে একটি একতলা জগন্নাথ মন্দিরের ওপর লেগেছে। ওই মন্দিরে ফাটল দেখা দেয়। এর পাশে আরেকটি একতলা ভবনেও ফাটল দেখা দিয়েছে। তারা উদ্ধার অভিযান শুরু করেছেন। গোলজার খালের পাড়ে ভবনগুলোর অবস্থান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com