খাগড়াছড়ির রামনগরে বাজখাই পাহাড় অার শ্রিংলা পাহাড়ে মাঝামাঝি স্থানে ঢালু জমিতে একটি কাঠের ঘর তোলা। তিনদিকে জানালা। একদিকে দরজা। বাহির থেকে কিশোর কুমারের গান শোনা যাচ্ছে। দরজার সামনে লেখা,
“মেজর ফাইজান খান”
ঘরে একটি বড় রুম। একপাশে রান্নাঘর অার অন্যপাশে ওয়াশরুম। দেয়ালে একটি এলইডি টিভি সাটানো, সামনে একটা কাপল সোফা। বড় একটা বিছানা, টেবিলে একটি মিউজিক সিস্টেম যেটা সেই কিশোর কুমারের গানের উৎস। কর্ণারে একটি ফ্রিজ। একটি শোকেস যেখানে তার সকল পুরষ্কার রাখা। দেয়ালে লোহার স্ট্যান দিয়ে লাইসেন্সকৃত বন্ধুকটি ঝোলানো। অার পুরো ঘরে দুজন অার্মির ছবি। একজন ফাইজান নিজেই, অপরজন তার বন্ধু দানিয়াল খান। দুই বন্ধু কয়েক বছর অাগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে যায়। সেখানে দানিয়াল মারা যায়। মিশন শেষে ফাইজান একাই দেশে ফিরে অাসে। মিশনে তার বীরত্বের জন্য তাকে ফার্স্ট অফিসার থেকে মেজরে পদন্নতি দেওয়া হয়। বয়স তার মাত্র ২৬। বন্ধুর এমন মৃত্যু মেনে নিতে পারেনি ফাইজান। মেজর হওয়ার বছরখানেক পরই অার্মি ছেড়ে দেয় সে। বাড়ি ছেড়ে এখানে এসে থাকতে শুরু করে সে। একা থাকতে নাকি ভাল লাগে তার। অার্মি ছেড়ে দিলেও মাঝে মাঝে দেশের কথা ভেবে হতাশ হয়ে যায়।
দেশের অবস্থা এখন কেমন পর্যায়ে অাছে তা বলা যাচ্ছে নাহ। এক পক্ষ বলছে দেশ শান্তিতে অাছে অারেকপক্ষ বলছে দেশের অবস্থা করুন। সেই যাতাকলে পিষছে দেশের সাধারণ জনগণ। দেশে প্রচুর রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরী হচ্ছে উন্নয়ন হচ্ছে কিন্তু রাস্তায় মৃত্যু অার ধর্ষণ দিনদিন মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। বেপরোয়া গাড়ি চালানো রোধ, ধর্ষণের কঠোর অাইন হলে হয়তো সেটা কমানো যেত। কিন্ত কে করবে। রাজনীতিবিদরা কাদা ছোড়াছুড়ি করেই তাদের মেয়াদ পার করে দিচ্ছেন। ফাইজান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাবতে থাকে অাজ মুজিব বেচেঁ থাকলে হয়তো অামাদের দেশটা অন্যরকম হতে পারতো। সে তার দাদার মুখে মুজিবের বীরগাথাঁ শুনেছে। ছোটবেলা থেকেই মুজিবকে সে প্রচন্ড শ্রদ্ধা করে। একবার কোন এক দেশের প্রধান শেখ মুজিবকে বলেছিলেন,
অাপনি একজন প্রধানমন্ত্রী, এভাবে প্রটোকল, নিরাপত্তা ছাড়া নিজের দেশে বিচরণ করেন, অাপনার ভয় করেনা।
মুজিব হাসতে হাসতে বলেছিলেন, এরা অামার দেশের মানুষ, এরা অামাকে ভালবাসে, অামাকে কে মারবে?
অথচ ১৯৭৫ সালে নিজের দেশেরই অার্মির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি। বাদ যায়নি মুজিবের ছোট্ট শিশু রাসেলও। ফাইজানের প্রচন্ড ঘৃণাবোধ জাগে সেই অার্মি অফিসারদের জন্য। যা হবার তো তা হয়েই গেছে তা বদলাবার ক্ষমতা নেই তার। ভেবে কাজ নেই ব্যাচেলার মানুষ রান্নাবান্না করতে হবে। ফাইজান অাবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে একেবারে পাঁচের বাদ। খুব অল্প খায়। ইদানিং টিভি দেখে শিখেছে স্প্যানিশ ওমলেট বানানো। টমেটো কুচি করে ডিম ভেঙে লবন দিয়ে ফেটে প্যানে ছেড়ে দিলে অসাধারণ একটা ওমলেট তৈরী হয় সেটাই তার রোজকার খাবার। বাড়ির প্রায় দুই কিলোমিটারের অাশেপাশে অার কোন বাড়ি নেই। বিদ্যুৎ ব্যবস্থা ছিলনা। সোলার প্যানেল দিয়ে দিব্বি চলছে ফাইজানের। দিনটা যেমন তেমন করে কেটে যায় কিন্ত রাতটা অসম্ভব রকমের ভাললাগে ফাইজানের। খোলা অাকাশ, গাছপালা কম, চাঁদের অালো দিনের মত অালোকিত করে ফেলে। হাজার হাজার জোনাকি ভিড় করে ফাইজানের অাশেপাশে। ছুয়ে দেয় অালতো পরশে। শেয়াল ডাকে দল বেধেঁ। তবে কখনো ফাইজানের উঠোনে অাসেনা তারা। অনেকদিন ধরে এখানে অাছে। তারাও হয়তো ফাইজানকেও বন্ধু ভাবতে শুরু করেছে। কাঠের দেয়ালে হেলান দিয়ে চায়ে চুমুক দিয়ে জোনাকির খেলানেলা দেখছে সে। রাত দশটায় পুরো এক ফ্লাস্ক চা বানায় প্রতিদিন। এক কাপ করে খায় সারা রাত তারপর ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে রাতে অামেরিকান মুভি দেখে তখন হালকা পাতলা নাস্তা বানিয়ে নেয়। মুভি দেখতে ভাল লাগে তবে সেটা দেশপ্রেম, ওয়ার টাইপ মুভি হলে ভাল হয়। এভাবেই কেটে যায় তার দিন।
ফাইজানের মা ফোন দিয়েছেন,
:অামরা কি এমন করেছি যে বাড়ি ছেড়ে ওমন রাক্ষস খোক্ষশের জঙ্গলে গিয়ে থাকছিস।
-মা অাবার শুরু করনা।
:অামি মরে গেলেও অাসিস নাহ।
-মা অার কিছু বলবা না রেখে দিব?
:অাচ্ছা নিজের যত্ন রাখিস বাবা।
চা বানানো উচিৎ। সুখ, দূঃখ, বেদনা, অানন্দ, চিন্তা সব সিচুয়েশনে চা চাই তার।
এদিকটায় তেমন কেও অাসেনা। প্রথম প্রথম গাছচোর চক্র অাসতো। তবে ফাইজানের বন্দুকের ফাঁকা গুলি শুনে এখন অার অাসেনা। মধু সংগ্রহকারীরা অাসে। খুব সুন্দর দল বেধে গান করে ফাইজান মুগ্ধ হয়ে তা শুনে।
-ও বাজি, গলা হুকাই গিয়ে, মেজর সাবর ফ্রিজত পানি খাওয়া পড়িব।
:হাহা লগত বিস্কুট নো লাগিব বদ্দা?
জবাব দিয়ে ভিতরে পানি অার বিস্কিট অানতে ভিতরে চলে যায় ফাইজান। মধু সংগ্রহকারীরা ফ্রিজের ঠান্ডা পানি অার বিস্কিট খেয়ে ধন্য ধন্য বলে বিদেয় নেয়। ফাইজান একদৃষ্টে তাদের চলার পথের দিকে তাকিয়ে থাকে।
বিকাল পাচঁটা বাজে । চা বানাচ্ছে অার গান শুনছে সে। হঠাৎ বাহিরে শুকনো পাতায় পা পড়ার শব্দ। ফাইজান স্ট্যান থেকে বন্দুকটা তুলে লোড করে। ভিতর থেকে গলা উচিয়ে জিজ্ঞেশ করে কে?
:দরজা খুলুন কথা বলব?
-অাপনারা কয়জন বাহিরে দাড়িয়ে?
:অামরা ৫ জন।
-তাহলে নিজেরা নিজেরা কথা সেড়ে ফেলুন।
:হাহা দরজা খুলুন অামরা বিসিঅাই এর লোক।
ফাইজান দরজা খুলে বন্দুক তাক করলো, ততক্ষণে অারও পাচঁটি বন্দুক ফাইজানের উপর তাক করা হয়ে গেছে।
কালো স্যুট পড়া ভদ্রলোক বললেন বন্দুক নামিয়ে ফেলুন অামরা ৫জন অাপনি একা।
ফাইজান বলল, সমস্যা নেই অামি একজন অার্মি, পাচঁটা গুলি খাওয়ার পরও অাপনার মাথাটা ঠিকই অামি উড়িয়ে দিতে পারবো।
ভদ্রলোক সবাইকে বন্দুক নামাতে ঈশারা করে নিজের পকেট থেকে একটা কার্ড বের করে ফাইজানের হাতে দিলেন।
ফাইজান কার্ডটি হাতে নিয়ে দেখল
জাহির অাহমেদ,
উইং চিফ,
বিসিঅাই।
বাংলাদেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা বিসিঅাই। তার প্রধান এখানে কেন? নিশ্চয়ই বড় কোন ব্যাপার।
ফাইজান বন্দুক বাইরে রেখে ভিতরে অাসতে বললো। শুধুমাত্র কালো স্যুট পড়া ভদ্রলোক ভিতরে অাসলেন বাকিরা বারান্দায় দাড়িয়ে গেল পাহারা দেবার ভঙ্গিতে।
প্রথমবার তোমার বাসায় অাসলাম চা খাওয়াবে না? ভদ্রলোক রসিকতা করে জিজ্ঞেশ করলেন।
ফাইজান চা বানাতে বানাতে প্রশ্ন করলো দুই কিলোমিটার পথ হেটে নিশ্চয় চা খেতে অাসেননি।
-ফাইজান, অামি দানিয়ালের মামা।
:ওহ অামি জানতাম নাহ।
-তোমাকে অামাদের প্রয়োজন।
:স্যার অামি অার এখন অার্মি নই।
-তাই বলে দেশের প্রতি তোমার দায়িত্ব শেষ হয়ে যায়নি।
:জানি, অামি কিই বা করতে পারি।
-তোমার অার দানিয়ালের কথা অামি সবই জানি।
:অামাকে কেন?
-অামাদের এমন একজন সামরিক লোক দরকার যার বাহিরে মিশন করার অভিজ্ঞতা অাছে।
:কি করতে হবে অামাকে?
-এখানে না, ব্যাগ গুছিয়ে নাও, পরশু গাড়ি পাঠাব হেডকোয়ার্টারে দেখা হবে।
:দানিয়ালের ছেলের জন্য রিমোট কন্ট্রােল খেলনা ড্রোন কিনেছিলাম পৌছে দিবেন।
রাত তিনটা। কিছুই ভাল লাগছে না ফাইজানের। কি কাজ, কেমন কাজ এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। তবে দেশের জন্য কিছু হলে সে অবশ্যই সে মিশন করবে সেটা নিশ্চিৎ। রাতটা নির্ঘুম কেটে যায়।
ব্যাগ গুছিয়ে নিয়েছে সে। কাঠের পাঠাতনের নিচ থেকে চকচকে রিভলবারটা বের করেব্যাগে ঢুকায়। রিভলবারটা বিদেশী। দানিয়াল কিনে দিয়ে বলেছিল শোন অামাদের দেশের বন্দুকগুলি ভালনা এক জায়গায় গুলি করে অারেক জায়গায় লাগে। ইমার্জেন্সিতে এটা ব্যবহার করবি।
দরজায় ঠকঠক অাওয়াজ।
:স্যার অাপনি কি রেডি?
-হ্যা কিন্তু অামার বাসায় যে তালা চাবি কিছু নেই।
:অামাদের এজেন্ট হামিদ অাপনার এখানে থাকবে।
-কিচেন নোংরা হলে গুলি করে মাথা সটকে দেব বলে দিলাম।
:জো হুকুম স্যার, এবার অাসুন।
গাড়ি চলছে বাতাসের ব্যাগে। বিসিঅাই এর গাড়িগুলো অনেক অত্যাধুনিক। ফাইজান জানালা খুলতে চাইলে একজন এজেন্ট জানালেন এগুলো দেখতে জানালার মত কিন্তু এগুলো খোলা যায়না স্যার, নিরাপত্তাজনিত ইস্যু।
গাড়ি পৌছাল সন্ধ্যা সাতটায়। অনেকদির পর কোলাহলে নেমেছে। অসস্থি লাগছে বটে।
৫ তলা বিল্ডিং। গাড়ি পার্কিং লটে এত বড় গোয়েন্দা সংস্থার অফিস কারো বুঝার ক্ষমতা নেই।
জহির সাহেব প্রশ্ন করলেন, রাস্তায় অসুবিধে হয়নি তো।
: অাপনার এজেন্ট অামাকে জানালা খুলতে দেয়নি। সরকারি সম্পত্তির ক্ষতি হবে ভেবে জানালাটা ভাঙ্গিনি।
-কি খাবে বলো?
: কাচ্চি বিরিয়ানি অার লাচ্চির স্বাদটা কি অাগের মতই অাছে?
জহির সাহেব এজেন্ট কবিরকে ঈশারা দিলেন খাবার অানার।
ফাইজান বলল, অামি যাই ওনার সাথে, অনেকদিন রাস্তায় হাটা হয়না।
পুরান ঢাকার রাস্তায় হাটছে দুজন। কবির পকেটে থাকা বন্দুকে হাত রেখে হাটছে।
:হাতটা বের করে নাও। এখানে সবাই সাধারণ মানুষ।
-সাধারণের মাঝেই অসাধারণ লুকিয়ে থাকে।
:বুঝেছো এখানে অামার একটা বন্ধুর বাসা ছিলো।
-মেয়ে বন্ধু।
:হুম মেয়েটি অামাকে ভালবাসতো। হাহা বাসতো।
-তারপর?
:তারপর কিছুই না। অামাদের ধর্ম অালাদা ছিল।
-যাবেন নাকি?
:অাচ্ছা এই সেফাত উল্লাহ কে? অামি তো নেট চালাই না টিভিতে দেখলাম সে নাকি শেখ মুজিবকে গালাগালি করে ফেসবুকে।
-মাঝে মাঝে ভাল মনে হয় অাবার মাঝে মাঝে মনে হয় চরম রকমের একটা বেয়াদব।
: মুজিবকে গালি দেবার সাহস পায় কিভাবে?
-হাহা মুজিবকে অনেক ভালবাসেন অাপনি সেজন্যই অাপনাকে এখানে অানা।
:মানে?
কবির রহস্যময় হাসি দিয়ে বিরিয়ানির দোকানে ঢুকে পড়লো। দুই প্লেট কাচ্চি বিরিয়ানি অার চার গ্লাস লাচ্চি খেয়ে শেষ করে নিলো। অথচ কবির সেই একটা সেভেন অাপের বোতলে পাইপ দিয়ে গড়গড় অাওয়াজ করে সেভেন অাপ পান করছে দোকানে ঢুকার পর থেকেই।
৬৬০ টাকা বিল। ফাইজান বিল দিতে যাচ্ছিল কবির তাকে অাটকে দিয়ে বলল, অাপনি অামাদের মিশনে অাছেন অাপনার সব খরচ সংস্থার।
হেড কোয়ার্টারে জহির সাহেব অার ফাইজান মুখোমুখি বসে অাছে।
:কাজটা কিন্তু সুইসাইডাল। ইউ কান্ট কুইট লেটার, থিংক বিফোর ইউ সে ইয়েস।
-দ্যাটস হোয়াই অাই এম হেয়ার স্যার।
:এই মিশনে তুমি বেচেঁ নাও ফিরতে পারো। অার গোপন একটা মিশন সেহেতু কোন মেডেল বা পুরষ্কার তুমি পাচ্ছো না, ইনফ্যাক্ট কেও জানবেই না তুমি দেশের জন্য এত বড় একটা কাজ করতে যাচ্ছো।
-মেডেল দিয়ে কি হবে স্যার শোকেসে রাখা ছাড়া। দেশের জন্য কিছু করতে পারাটাই বড়।
:তুমি যখন অার্মিতে ফর্ম ফিলাপ করেছিলে তখন তোমার উদ্দেশ্য কি লিখেছিলে?
-“অারেকজন মুজিব হতে চাই”
:অাজ এত বছর ধরে মুজিবের ৭ খুনির বিচারের জন্য বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। ৪জন অাসামী তো বুড়ো হয়ে মারাও গেছে। ৩ জন বেচে অাছে। একজন কানাডায়, দুজন মালয়েশিয়ায়।
-কি বলে ওদের সরকার?
:ওরা অাসামি হস্তান্তর করবে নাহ!
-ওদের ঘরে ঢুকে খুন করা উচিৎ।
:এক্সাক্টলি।
-সিরিয়াসলি?
-হোয়াই নট? ওরাও তো মুজিবের ঘরে ঢুকে মুজিবকে হত্যা করেছিল।
: স্যার!! অাই এম অন।
-তুমি গোপনে মুজিবের জীবিত ৩ হত্যাকারিকে শেষ করে দিবে। এটাই হবে অামাদের মুজিব হত্যার বিচার।
:জানেন স্যার অামি মিশন থেকে এসে অনেকবার অাত্মত্যার চেষ্টা করেছি কিন্তু পারিনি। হয়তো এটার জন্যই বেচেঁ ছিলাম।
এরপর ৭ দিন পাসপোর্ট, ভিসা, ডলার, অার্মস সবকিছু প্রস্তত করা হলো। অপারেশনের নাম “জাস্টিস৭৫”
এই সাতদিনে নিজেকে শারিরীকভাবে ঝালিয়ে নিয়েছে ফাইজান। অাজকে সন্ধ্যায় মালয়েশিয়ার ফ্লাইটে তার একমাত্র সফরসঙ্গী কবির। দুজনে বসে অাছে বিমানের ইকোনমি ক্লাসে। জানালা দিয়ে তাকিয়ে ভাবছে। লাস্ট মিশনে সে দানিয়ালকে হারিয়েছে। এই মিশনে কাওকে হারাতে পারবে না। কারো লাশের বোঝা মাথায় নিয়ে বেচে থাকা কতটা কষ্টের তা কেবল ফাইজানই জানে।
হোটেল লাওস। পাশাপাশি রুম নিয়েছে কবির ও ফাইজান। দরজায় নক শুনে দরজা খুললো ফাইজান।
:ইউ ওয়ান্ত কোকা, লাতি? তেল মি।
ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি। বুঝল সে দালাল। কোকেইন অার প্রস্টিটিউটের ব্যবসা করে। ফাইজানের প্রথম টার্গেট মুজিব হত্যার তৃতীয় অাসামী মীরতাজ। সে নাকি এখানে একটি বিচের পাশে এন্টিক শপ চালায়। দালালকে উদ্দেশ্য করে বুঝাল যে তার এন্টিক জিনিষ ভাল লাগে সে কিনতে চায়। দালাল সকালে তাকে নিয়ে যাবে বলে চলে গেল। যাবার অাগে ফাইজান তার হাতে ১০০ ডলারের তিনটি নোট ধরিয়ে দিল।
কবিরকে সেক্রেটারি সাজিয়ে সকাল সকাল দালালের সঙ্গে বেরিয়ে পড়ল। সমুদ্রপাড়ে সেই মীরতাজের দোকানেই নিয়ে গেল দালাল। দালাল তাকে মীরতাজের সঙ্গে পরিচয় করিয়ে চলে গেল। সে মীরতাজের সঙ্গে ক্লোজ হবার জন্য দোকান থেকে সামান্য একটি পুতুলের শোপিস কিনলো তাও ২ হাজার ডলার দিয়ে।
মীরতাজ তাকে বাহবা দিয়ে অাগামী কাল ডিনারের অামত্রণ জানালো। ফাইজান তা গ্রহণ করে কবিরকে নিয়ে হোটেলে ফিরল। ফাইজান হোটেলের সামনের ডাস্টবিনে শোপিসটা ছুড়ে ফেলে দিল।
:২ হাজার ডলার ডাস্টবিনে ছুড়ে ফেলে দিলেন।
-হাহা না ওটা একটা পুতুল।
কবির হতবিহ্বল হয়ে দাড়িয়ে রইল
:চলো কবির কাল অনেক কাজ অাছে।
রাতে দুজনে চা খাচ্ছে অার কথা বলছে।
: কবির, কাল তুমি অামার সাথে যাচ্ছনা।
-কেন? অামি ডিনারে গেলে কি সমস্যা।
:ডিনারে রক্ত খেতে পারবা?
-তাহলে কালকেই সাপের বাচ্চাটাকে মারছি অামরা।
:অামরা না অামি। তোমাকে নেয়া সেফ না।
-অামি একজন ট্রেইনড এজেন্ট।
:অার অামি মিশনটা লিড করছি। রাত ১০টা ২৫ এ তুমি বিচের মিউজিক কর্ণারে থাকবে।
-তারপর?
:যেকোন ভাবেই হোক সেখানের সাউন্ড সিস্টেমে খুব উচ্চস্বরে গান ছাড়বে শুধুমাত্র ৫ মিনিটের জন্য।
অার কথা না বাড়িয়ে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল।
ডিনারের জন্য প্রস্তত হচ্ছে ফাইজান। সাইলেন্সার লাগানো রিভলবারটা নিলো না। সে শর্টগান নিলো। ডিনার শেষ করে মীরতাজ অার ফাইজান হাটতে বের হলো বীচে।
৯টা ২৫ খুব তীব্র স্বরে একন এর গান বাজছে। স্ম্যাক দ্যাট। ফাইজান বলল এখানে অনেক অাওয়াজ চলুন ঝাউবনের দিকে যাই কোলাহল কম। হাটতে হাটতে যখন ঝাউবনের ভিতর চলে এলো তখন ফাইজান মীরতাজকে লাথি মেরে ফেলে দিয়ে বলল
:মৃত্যুর জন্য তৈরী হ।
-কে তততততততুমি?
:শেখ মুজিবুর রহমান।
ব্রাশফায়ার করল, শতশত ছোটা গুলিতে মীরতাজ তৎক্ষনাৎ মারা গেল। ফাইজান চাইলে রিভলবার দিয়ে নিরবে কাজ সেরে চলে যেতে পারতো কিন্ত সে চায় মুজিব যেভাবে কষ্ট পেয়ে মারা গেছেন সেটা মীরতাজ ও বুঝুক।
লাওসে বসে পার্টি করছে ফাইজান অার কবির। ইতিমধ্যে জহির সাহেব ফোন দিলেন,
:কি অবস্থা তোমাদের?
-স্যার একদম ক্লিন বোল্ড।
নেক্সট টার্গেট জাহাঙ্গীর অালম। সে সবসময় বাসায়ই থাকে তেমন বের হয়না। ফাইজান বিকেলে গিয়ে বাসাটা দূর থেকে দেখে অাসলো। জাহাঙ্গীর অার তার স্ত্রী থাকে শুধু। ফাইজান এবার রিভলবারটা হাতে নিল। বাড়ির সামনে একটা বেঞ্চে অপেক্ষা করতে লাগলো কখন তার স্ত্রী বের হবে অার সে ঢুকবে। একসময় জাহাঙ্গীরের স্ত্রী বের হয়ে গেল বাজারের উদ্দেশ্য। ফাইজান অার কবির দুজনেই জানালার কাচ ভেঙে ঢুকে পড়ল। জাহাঙ্গীর লাঠি নিয়ে তেড়ে এলে ফাইজান লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল তাকে। রিভলবার বের করতে দেখে জাহাঙ্গীর বলল তোমরা অামাকে মেরো না, কি চাও বলো দিচ্ছি অামি।
“মুজিবকে ফিরিয়ে দে”
বলেই গুলি করতে লাগলো ফাইজান। জাহাঙ্গীরের নিথর দেহ পড়ে অাছে মেঝেতে। পুরো ম্যাগাজিন শেষ হয়ে গেছে তাও ট্রিগার চাপছে ফাইজান। কবির তাকে টেনে নিয়ে গেল বাহিরে। ফাইজান একটা কাগজ হাতে নিয়ে লিখল,
“অাপনার স্বামী তার কর্মফল ভোগ করেছে, অাপনার জন্য সমবেদনা রইলো।”
অাধা ঘন্টা পর তাদের কানাডা ফ্লাইট। সোজা এয়ারপোর্টে গেল তারা।
শেষ এবং প্রধান টার্গেট অলি অাহমেদ। কানাডার ভ্যানকুভারের একটি জেলে অাছে চেক ডিজনারের মামলায়। এটা সবচেয়ে কঠিন পরীক্ষা। জেলে থাকা অাসামিকে কিভাবে মারা যায়। ফাইজান অনেক ভাবতে লাগল।
রাত চারটায় কবিরকে ডেকে তুলল সে,
:কবির, তুমি দেশের জন্য কি করতে পারবে?
-অামি শপথ করেছি দেশের প্রয়োজনে মরতেও প্রস্তত।
:মরতে হবেনা, হাতে গুলি খেতে হবে কাল।
রাস্তায় একটি পুলিশ ভ্যান দাড়ানো। ফাইজান ও কবির উচ্চস্বরে চেচামেচি করতে লাগল। পুলিশ মানুষ সব জমা হয়ে গেল। ফাইজান এক পর্যায়ে তার পকেট থেকে বন্দুক বের করে কবিরের বাহুতে গুলি করলো। পুলিশ ফাইজানকে গ্রেফতার করে জেলে পাঠায় অার কবিরকে হাসপাতালে। এখন ফাইজান অার অলি অাহমেদ একই জেলে। এটাই ছিল অাপাদত প্লান। ফাইজান দুদিন জেলে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। প্রতিদিন দুপুরে একটা কুস্তি প্রতিযোগিতা হয়। ফাইজান ভাবল এই সুযোগ কাজে লাগাতে হবে। সে ওয়াশরুমের জানালা ভেঙে কাঁচ দিয়ে ছুরির মত করে বানাল। অাগামীকাল সে অলিকে কুস্তিতে চ্যালেন্জ করবে। যথারীতি দুপুরবেলা কুস্তি শুরু হলো। কয়েদিরা গোল করে দাড়িয়ে কুস্তি খেলা অাড়াল করে রাখে নিরাপত্তা প্রহরীদের থেকে। ফাইজান লড়াইরত অবস্থায় বলছে,
:যে পাপটা ৭৫ এ করেছিলি সেটার জাস্টিস হবে অাজ।
-কে তুই!
“শেখ মুজিবুর রহমান”
বলেই কাচের ছুরিটা গলায় ঢুকিয়ে দিল লুকিয়ে। অলি অাহমেদ শেষ চিৎকার দিল। শুনেই কয়েদিরা হযবরল হয়ে দৌড় দিলো। নিরাপত্তা প্রহরীরা এসে লাশ নিয়ে গেল। কানাডার জেলে সাধারণত এরকম ঘটনা ঘটলে দূর্ঘটনা বলে চালিয়ে দেয়।
তিনদিন পর কবির সুস্থ হয়ে তার কেস উঠিয়ে নিলো। ফাইজানকে ছেড়ে দিল পুলিশ। শেষবার জেলখানার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
“জাস্টিস ৭৫, হিসাব বরাবর”
উৎস ঃ সব্যর ডায়রী
Leave a Reply